বিশেষ প্রতিনিধি ঃ ‘তারুণ্যেরে অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’এ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর বাঘায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস’২৫ উপলক্ষে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ এপ্রিল) উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজন করে। র্যালিটি উপজেলা চত্বর থেকে, উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষীণ করে উপজেলা সম্মলেন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
এবারই প্রথম দিবসটি পালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে বক্তারা বলেন আগে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় হাইজাম্প,লং জাম্প সহ গ্রামীণ খেলাধূলা অনুষ্ঠিত হতো। কিন্ত ক্রিকেট,ফুটবল খেলার বদৌলতে সেগুলো হারিয়ে যেতে বসেছে। এমনকি জাতীয় খেলা কাবাডির গুরুত্ব তেমন সামনে আসেনা।
সভায় সরকারের দৃষ্টি আকর্ষণ করে, ভলিবল, হাডুডু খেলাসহ হারিয়ে খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে উজ্জীবিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায় আলোচনার শুরুতেই কোরআন থেকে তেলায়াত করেন আইসিটি অফিসার এসএম আযম।
স্বাগত বক্তব্য দেন , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ হাসান। বক্তব্যকালে সহকারি কমিশনার(ভ’মি) সাবিহা সুলতানা ডলি বলেন, আজকের প্রতিপাদ্য বিষয় সামনে রেখে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে মাঠে ফেরাতে হবে। নিয়মিত প্রশিক্ষণের দাবি করে অতীত ও বর্তমান সময়ের খেলাধূলার বিষয় নিয়ে আলোকপাত করেন শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক,ক্রীড়া ধারাভাষ্যকর আব্দুল হানিফ মিঞা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা। উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন, খেলাধূলা শারীরিক ও মানুষিক অসুস্থতা থেকে মুক্তি দেয়। সেজন্য খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধূলায় শিক্ষা প্রতিষ্ঠানকে আগ্রহী করে তুলতে মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেন ইউএনও।
উপস্থিত ছিলেন- উপস্থিত ছিলেন কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা প্রকৌশলী এজাজুল আলম, মহিলা বিষয়ক অফিসার নাসরিন আকতার, উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রশিদ,পল্লী সঞ্চয় ব্যাংকের অফিসার মনিরুল ইসলাম, প্রকল্প অফিসার মাহমুদুল হাসান, বাঘা জাদুঘরের সহকারি কাস্টোডিয়ান দবির উদ্দিন,ছাত্রদলের নেতা সোহেল রানা ও সমাজসেবা,যুব উন্নয়ন অধিদপ্তর,তথ্য অফিস সহ উপজেলার দপ্তর প্রধান, সংবাদ কর্মী, শিক্ষার্থীগণ ।#