বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ধর্ষন মামলার পলাতক আসামী ১৮ বছরের জয় হোসেনকে খুঁজছে পুলিশ। তার বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বাঘা থানায় মামলা হয়েছে। গত কাল বুধবার (১৯ মার্চ’২৫) রাতে শিক্ষার্থীর মা’ বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। ঘটনা ঘটেছে উপজেলার চকছাতারী গ্রামে ।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে শিক্ষার্থীর পিতা-মাতা বাড়িতে না থাকার সুযোগে তার বাড়িতে যান বাঘা পৌর এলাকার চকছাতারী গ্রামের জয় হোসেন (১৮)। সেখানে যাওয়ার পর শিক্ষার্থীকে ১০০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করে। কিছুক্ষন পর শিক্ষার্থীর মা বাড়িতে পৌঁছলে জয় পালিয়ে যায়। পরে তার পরিবারকে বিষয়টি অবগত করা হয়। তাদের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে ওইদিন রাতে জয় হোসেনকে আসামী করে বাঘা থানায় মামলা দায়ের করা হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীর শারিরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। মামলায় পলাতক আসামী জয় হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। #