বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রলীগের কর্মী রাসেল ইসলামকে ককটেল বিস্ফোরণের মামলায় রোববার(২৬-০১-২০২৫)আদালতে সোপর্দ করা হয়েছে। আগের দিন শনিবার গ্রেপ্তার হন রাসেল ইসলাম। সে বাজুবাঘা চাকিপাড়া গ্রামের আনসার আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার সরেরহাট এলাকা থেকে রাসেল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের মামলায় এজাহারভুক্ত আসামী রাসেল ইসলাম। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানোয়ার সুরুজ তার নিজের আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন,১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেওয়ায় রাসেলকে ধরে মেরে পুলিশে দিয়েছে। এটাই বৈষমহীন দেশ? রাসেলের মুক্তি চাই।
তার সমর্থিত অনেকেই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবি করে লিখেছেন, ঈশ্বরদী বাইপাসে হামলার পর রাসেলকে পুলিশের হাতে তুলে দেয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, তার বিরুদ্ধে গত ১৭ জানুয়ারি’২৫ রাত ৯ টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। #