বিশেষ প্রতিনিধি ……………..
রাজশাহীর বাঘায় আনসার ভিডিপির উদ্যোগে ফলদ ও বনজ, বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) অর্ধশত মেহগনি,কাঠাল,পেয়ারা,সেগুন ও আম গাছের চারা বিতরণ ও রোপণসহ আনসার ভিডিপির দলনেতা ও দলনেত্রীর মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম বৃক্ষের চারা রোপন-বিতরণ ও পরিচয়পত্র বিতরণ করেণ। তিনি পরিবেশ রক্ষায় বাড়ির আঙ্গিনা কিংবা পতিত জমিতে সকলকে বৃক্ষ রোপণ করার আহŸান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সহকারি কমশিনার(ভুমি) সাবিহা সুলতানা।
আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজন কুমার জানান, বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয় এবং খাদ্য পুষ্টি ও পরিবেশের ভারসাম্য রক্ষা-সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষ রোপন কর্মসুচীর অংশ হিসেবে আনসার ভিডিপির উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ও সদস্যও মাঝে চারা বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান রিনা খাতুন,বণ কর্মকর্তা জহুরুল ইসলাম, প্রশিক্ষিকা মাহফুজা খানম, উপজেলা কোম্পানী কমান্ডার আাব্দুস সাত্তার,ইউনিয়ন কোম্পানী কমান্ডার ডাবলু খান, ইউনিয়ন-ওর্য়াড দলনেতা-দলনেত্রী- পাপিয়া সুলতানা পাখি, লাইলি, মহিমা, চম্পা, জৈতা, শাপলা, বিপুল, খলিদ, মহিদুল, আসাদুজ্জামান, আশরাফুল, আলমগীর, বিদুৎ, হানিফ, মতিউর,জুয়েল,সাইদুর,হানিফ, ও রমজান আলীসহ আনসার ভিডিপির সদস্য বৃন্দ#