# মাহাবুর রহমান মনি, বাগমারা থেকে…………………………………………..
রাজশাহীর বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস (শ্রমিক দিবস) উদযাপন হয়েছে। ‘‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, ম্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়।
এ উপলক্ষে উপজেলার শ্রমিক, পেশাজীবী, সামাজিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক শোভাযাত্রা ও কর্মসূচি পালন করা হয়। বুধবার (১ মে ) সকাল ১০ টায় সময় হাটগাঙ্গোপাড়ার জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে এবং ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দুইটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক নেতাদের সংগে অংশ গ্রহণ করেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ ইব্রাহিম হোসেন। র্যালিটি হাটগাঙ্গোপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাটগাঙ্গোপাড়া কারিগরি হাইস্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও শ্রমিক-মালিক সম্পর্কের ভিত আরো দৃঢ় করা প্রসঙ্গে বিভিন্ন আলোচক ও শ্রমিক নেতাগণ বক্তব্য প্রদান করেন । এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আঃ সালাম, ডিএসবির সাব-ইন্সপেক্টর আঃ রউফ ও মাসুদ রানা, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোঃ আঃ মাজেদ , বাগমারা উপজেলা যুবলীগের অন্যতম সদস্য মমিনুল ইসলাম মাসুম, জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ মুসা ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইউনুস আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম বাবু সহ ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সকল সদস্য বৃন্দ ও ইমারত শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#