# নিজস্ব প্রতিবেদক……………………………………………
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ১৭ জুলাই থেকে দেশের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে আন্দোলন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ রাজশাহী ও কুমিল্লা অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ও ছাত্র শিক্ষকদের ৪ দফার দাবিতে এক বিক্ষোভ মিছিল আজ ২৩ জুলাই রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট থেকে বের হয়ে গৌরহাঙ্গা রেলগেটে গিয়ে শেষ হয়। রেলগেট কামারুজ্জামান চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিক্ষোভ সমাবেষে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ ৪ দফা দাবি পূরণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।পরে দুপুরে ইনস্টিটিউট এর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত এ আন্দোলন চলবে। তারপরও যদি সরকার তাদের ৪ দফা দাবি মেনে না নেয় তবে তারা ১১ স্পেটেম্ব/২৩ সকাল ১১টায় ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে মহাসমাবেশ করবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে বিক্ষোভ মিছিল করে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করবে।
এরপরও যদি সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও সরকারের আন্ত:মন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে উক্ত ৪দফা দাবি বাস্তবায়ন না করে তবে এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীগণ বৃহত্তর দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
উল্লেখ্য ৪দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ১৭ জুলাই/২৩ রাজশানী ঢাকাসহ ঢাকা অঞ্চলের সকল জেলা এবং ২০ জুলাই/২৩ খুলনা অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই রংপুর ও সিলেট অঞ্চলের সকল জেলায় অনুরুপ বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।#