পোরশা(নওগাঁ)প্রতিনিধি……………………………………………………………….
উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি শুক্রবার সন্ধ্যার আগে নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের দানিপুকুর হাইস্কুল মাঠে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভূক্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে প্রত্যেকটি ইউনিয়নে হাজার হাজার মানুষ সরকারের নানা সামাজিক কর্মসূচির উপকারভোগী। কে কোন দল করেন সেটি দেখা হয়নি। প্রামের প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শুধু মূল সড়ক নয় এখন মানুষের ঘরে প্রবেশের রাস্তাও পাকা হচ্ছে।
তিনি বলে, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বিধবা ভাতা, ১৫ টাকা কেজি চাল দিচ্ছে সরকার। কমিউনিটি ক্লিনিক চালু করে বিনা পয়সায় ২৮ রকমের ঔষধ দেওয়া হচ্ছে। ফলে বর্তমান সরকারের সময় মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেলসহ হাজার হাজার কিলোমিটার রাস্তা করেছেন। তিনি বা তার দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে। আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে তিনি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে তারা আবারও ২০১৪ সালের মতো জ্বালাও পোড়াও ও মানুষ হত্যা শুরু করেছে। এই দেশের শান্তি প্রিয় মানুষ বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড কখনো মেনে নেয়নি, নিবেও না। তাই বিএনপি যেখানেই সন্ত্রাসী কর্মকান্ড করবে সেখানেই তিনি তাদের প্রতিহত করার আহ্বান জানান।
সভায় ছাওড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়াামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রনজিত সরকার, উপজেলা আওয়াামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও ইউনিয়ন আওয়াামী লীগের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ প্রামানিক প্রমুখ।
এর আগে মন্ত্রী ছাওড় ইউনিয়নের মশিদপুর হতে মশবই, কিত্তলী, বাকইল পর্যন্ত পাকা রাস্তার উদ্বোধন করেন। #