আওয়ামী লীগ নির্বাচনে এলে ছাত্র-জনতা আবারও রক্ত ঝরাতে প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন আখতার হোসেন। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় আসেনি। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারকে বারবার আহ্বান জানিয়েছি আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয়। এখন পর্যন্ত পুলিশ প্রশাসন তাদের নৈতিক শক্তিতে ফেরত যেতে পারেনি। দেশের বিভিন্ন জায়গায় চুরি ছিনতাইয়ের মতো ঘটনাগুলো বেড়ে গেছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাব প্রয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষিত তরুণদের পুলিশে অন্তর্ভুক্ত করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, কিছুদিন আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার কিছুটা সফলতা দেখালেও এখন পর্যন্ত তা রয়েই গেছে। সয়াবিন তেল মার্কেটে পাওয়া যাচ্ছে না। যা সাধারণ মানুষের জন্য অনেক কষ্টের বিষয়। আমরা চাই দেশের মানুষের কথা বিবেচনা করে সরকার ব্যবসায়ীদের পর্যাপ্ত পরিমাণ এলসি দিক। যাতে করে দেশের মানুষকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জন্য কষ্ট করতে না হয়। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ করতেই তরুণরা রাজনৈতিক দল গঠন করবে। তবে এখনো সেই রাজনৈতিক দলের কোনো নাম ঠিক করা হয়নি বলেও জানান আখতার হোসেন।
পরে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ছাত্র আন্দোলনের নিহত শহীদ আব্দুল লতিফের কবর জিয়ারত ও শহীদ পরিবারের খোঁজ খবর নেন।#