# শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি………………………………………………..
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার বন্দরে অবস্থিত জয়দেব সাহা মিস্টান্ন ভান্ডার নামের হোটেলে প্রতিদিনই পঁচা বাঁশি খাবার পরিবেশন করা হয় বলে অভিযোগ রয়েছে। হোটেলের পঁচা বাশি খাবার খেয়ে ইতিমধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে।
ঘটনার দিন জাকির জমাদ্দার সহ আরো দুইজন আলুর চপ এবং পিয়াজি খেতে বসলে আলুর চপে কামড় দিতে পঁচা গন্ধ বের হয় এবং ঐ আলুর চপটির ভিতরে একটি মরা তেলাপোকা পাওয়া যায়। এ সময় ম্যানেজার কে ডেকে বিষয়টি দেখালে তারা জাকির জমাদ্দারের মা বাবা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে দোকানের কর্মচারীদের সাথে ধস্তা ধস্তি ও হয়েছে যা ভিডিও ফুটেজে রয়েছে।
দোকানের মালিক শুভ সাহা জাকির জমাদ্দারের ছাত্র এবং তার স্ত্রী সেও তার ছাত্রী। সুশান্ত সাহা দীর্ঘদিন তার বাসায় ভাড়া থেকেছেন বলে তাদের সাথে জাকির জমাদ্দারের পরিবারের সুসম্পর্ক রয়েছে। কিন্তু একটি মহল ফেসবুকে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে যার কোন সততা বা ভিত্তি নেই। দোকানের মালিকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কথা জাকির জমাদ্দারের। কিন্তু উল্টো দোকানদার সাংবাদিক জাকিরের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।
একটি কুচক্রী মহল বিষয়টি অন্যদিকে প্রবাহিত করার জন্য এবং জাকির জমাদ্দারের ভাব মূর্তি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে যাহা মোটেই কাম্য নয়।#