# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশার আঞ্চলিক অফিসের উদ্যেগে স্বাস্থ্য কর্মসুচীর আওতায় চিকিৎসা সহায়তা বীমা-দাবী ও অবসর ভাতা প্রদানের আয়োজন করা হয়।
স্বাস্থ্য কর্মসুচীতে প্রধান অতিথি হিসাবে চিকিৎসা সহায়তা প্রদান করেন আশা রংপুর সদর সিনিয়র ডিষ্টিক্ট ম্যানেজার মো. হারুনার রশিদ সেখ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. আফতাব উদ্দিন তাজ সিনিয়র রিপোটার “দৈনিক প্রথম খবর”। এছাড়া আরো উপস্থিত ছিলেন বদরগঞ্জ অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. মোস্তফা কামাল এবং আশা বদরগঞ্জ-১,২ও শেখেরহাট ব্রাঞ্চের ম্যানেজারগণ।
আশার আঞ্চলিক অফিসের উদ্যেগে স্বাস্থ্য সহায়তায় প্রদান করা হয় ১৫ জন সদস্য কে ১ লক্ষ ৭৭ হাজার ৫৯৫ টাকা।চিকিৎসা সহায়তা ১০ জন ৪৮ হাজার টাকা।অবসর ভাতা ২ জন ৩০ হাজার টাকা।বীমা দাবী ৩ জন ৯৯ হাজার ৫৯৫ টাকা প্রদান করা হয়।#