মোঃ মিজানুর রহমান, বটিয়াঘাটা প্রতিনিধি:
ইয়ুথ ফর দ্য সুন্দরবন’ রূপান্তর বটিয়াঘাটা উপজেলা ইয়ুথ ফোরামের আয়োজনে বালিয়াডাঙ্গা ইউনিয়নের “প্রগতী মাধ্যমিক বিদ্যালয়” প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ” ও র্যালী করা হয়েছে।
প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের কে অবগত করা হয়।অনুষ্ঠানে আলোচনা রাখেন মোহাম্মদ ইকরামুল হক, প্রধান শিক্ষক সাকী রেজওয়ানা, প্রজেক্ট অফিসার,সুন্দরবন সুরক্ষা প্রকল্প,রূপান্তর। মো: নজরুল ইসলাম,আহবায়ক ইয়ুথ ফর দ্য সুন্দরবন,রুপান্তর। মো: আজমাইন বাপ্পি, সদস্য,ইয়ুথ ফর দ্য সুন্দরবন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ইয়ুথ টিমের সদস্য মোঃ সবুজ বিশ্বাস,নিশাত তাসনিম অন্তি,ঐশী মল্লিক,দৃষ্টি গাইন,আরজিনা খাতুন,শুভ্র দেব ঢালী,ছন্দা বিশ্বাস,রীমি খাতুন,অহিদুজ্জামান,সৌরভ গোলদার,মো: শাহাবুদ্দিন, রাতুল, রিয়াজ, আলি হোসেন, সাকিল প্রমুখ।
শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা,কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। #