1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
ধামইরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে নাশকতা মামলায় আ’লীগ নেতার ছেলে গ্রেফতার বাঘার আড়ানি স্টেশনে আন্তঃ নগর ট্রেন স্টপেজের দাবি এলাকাবাসির তানোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্নহত্যা, অভিযোগের তীর স্বামীর দিকে শিবগঞ্জের শাহবাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ১৯ বছর পর শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন রূপসায় ৫’ম অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ১৮ নভেম্বর খুলনায়  পীর সাহেব চরমোনাইর গণসমাবেশ, দাকোপ উপজেলায় প্রস্তুতি  সভা পোরশায় দিনব্যাপী বাংলাদেশ লুথারেন মিশন এর জনসচেতনতা মুলক বিভন্ন  খেলা  সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্ট কোরের কুচকাওয়াজ অনুষ্ঠিত

ফ্যাসিজমের’ বিরুদ্ধে সকল বিরোধী রাজনৈতিক দলকে সম্মিলিতভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে: খুলনায় জোনায়েদ সাকি

  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আলফাত হোসেন, খুলনা…………………………………..

খুলনায় গণতন্ত্রের সংগ্রাম ও রাজনৈতিক বন্দোবস্তের ৩১ দফা’ আলোচনা সভায় জোনায়েদ সাকি বলেন, বিদ্যমান ‘ফ্যাসিজমের’ বিরুদ্ধে সকল বিরোধী রাজনৈতিক দলকে সম্মিলিতভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি বলেছেন, এবার রাতে নয়, দিনের বেলায় ভোট ডাকাতির আয়োজন করেছে আওয়ামী লীগ। এই কারণে তারা আরপিও সংশোধন করেছে। যাতে ভোট ডাকাতি জায়েজ হয়। এদিকে আন্দোলন-সংগ্রাম দমন করতে অত্যাবশকীয় পরিসেবা আইন ও ডিজিটাল থেকে সাইবার নিরাপত্তা আইনসহ নানা রকমের আইনি পরিবর্তন তারা করছে এবং করতে থাকবে।

গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠার লড়াই-সংগ্রামের ২১বছর এবং রাজনৈতিক দলের ৮ বছর উপলক্ষ্যে গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটি ‘বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রাম ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ৩১ দফা কর্মসূচি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি প্রধান আলোচক হিসেবে একথা বলেন।

আজ ৭ অক্টোবর শনিবার বেলা ১১টায় নগরীর শীববাড়ী মোড়ের অদূরে (হোটেল টাইগার গার্ডেন এর পাশে) আলহাজ্জ মোঃ শহীদুল ইসলাম অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির আহবায়ক মুনীর চৌধুরী সোহেল এবং সঞ্চালনা করেন জেলা সদস্য আল আমিন শেখ।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা মহানগর আহবায়ক এ্যাড শফিকুল আলম মনা, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সদস্য সচিব কামরুজ্জামান টুকু, যুগ্ম আহবায়ক মোঃ অলিয়ার রহমান শেখ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) খুলনা মহানগর সভাপতি খান লোকমান হাকিম, ভাসানী অনুসারী পরিষদ এর কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ আবদুল হালিম, রাষ্ট্র সংস্কার আন্দোলন সাতক্ষীরা জেলা সংগঠক মোঃ আলফাত হোসেন, খালিশপুর-দৌলতপুর জুটমিল যৌথ কারখানা কমিটির সভাপতি ও সিবিএ সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন মনি, নওয়াপড়া পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসেদ আলম শমসের, দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সভাপিত নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জেল হোসেন, প্লাটিনাম জুটমিলের শ্রমিকনেতা মো. নূরুল ইসলাম, ক্রিসেন্ট জুটমিলের শ্রমিকনেতা মোশারেফ হোসেন, শ্রমিকনেতা শামসুজ্জোহা ডিয়ার, সামস সারফিন সামন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্য খুলনা মহানগর সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সম্পাদক কে এম আলীদাদ।

বর্তমান সরকার নিজের গদি টিকিয়ে রাখতে বাংলাদেশকে বাজি ধরেছে মন্তব্য করে সভায় সাকি বলেন, ‘প্রধানমন্ত্রী আবার যুক্তরাষ্ট্রে গেছেন, অন্যদের নিষেধ করে নিজেই আটলান্টিক পাড়ি দিয়েছেন। এই মুহূর্তে এত বেশি বিদেশ সফর কতটা দেশের পররাষ্ট্রনীতির স্বার্থে আর কতটা নিজের গদি টিকিয়ে রাখার স্বার্থে তা মানুষ বুঝে গেছে। এই সরকার নিজের গদি টিকিয়ে রাখতে বাংলাদেশকে নিয়ে বাজি ধরছে।

জোনায়েদ সাকি বলেন, আজকে মানুষকে মাঠে নামতে হবে। বাংলাদেশের কঠিন সময়ে আপনারা যদি বিভ্রান্ত হন, তাহলে আপনারা সময়ের যে দাবি, সেখান থেকে বহুদূরে সরবেন। এ দেশের ধ্বংসের জন্য আপনারাও দায়ী থাকবেন। কাজেই আমরা জনগণকে বলবো, আপনারা রাজপথে নামার প্রস্তুতি নিন। আমরা বিদেশিদের দিকে তাকিয়ে নেই৷ আমরা বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে আছি। বাংলাদেশের মানুষ বাংলাদেশের আগামী ভবিষ্যৎ তৈরি করবে।

তিনি আরও বলেন, সরকার নাকি সভা সমাবেশে কোনো বাধা দেয় না, তারা নাকি এই দেশে আইনশৃঙ্খলা, শান্তি খুব বজায় রেখেছে, তারা নাকি একটি সুষ্ঠু ভোট করবে। এসব কাজের পরে সারা দুনিয়ায় তারা যখন মাথা হেইট করে, বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আসে, তখন আবার আওয়ামী লীগ আবদার করে, আমরা কেন তাদের পক্ষ নিচ্ছি না, দেশের পক্ষ নিচ্ছি না। আমেরিকা কিংবা অন্যরা বাংলাদেশকে নানাভাবে চাপ দিয়ে তাদের স্বার্থ রক্ষা করতে যাচ্ছে।

গণসংহতি আন্দোলনের এ নেতা বলেন, দেশের মানুষের ভোটের অধিকার, সভা-সমাবেশের অধিকার কেড়ে নিয়ে এখন যখন বিশ্বের কাছে মাথা হেইট করেছেন, তখন এসে বলেন, সবাই মিলে সরকারকে সমর্থন করতে। আপনাদের এসব ভন্ডামি দেশের মানুষ পরিষ্কার করে দিয়েছে। আপনাদের এসব ভন্ডামি মানুষ আর গ্রহণ করবে না। মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক ও পরিচালককে ‘ফরমায়েশি’ সাজা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সবকিছু নিপীড়নমূলক হলেও মানুষের শেষ ভরসা থাকে আদালত। এ সরকার পুরো আদালতকে রাজনৈতিক বিরোধীদের দমনের হাতিয়ার করে রেখেছে।

জোনায়েদ সাকি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে বলা হয়েছিল। কিন্তু স্বাধীনতার পর বাহাত্তর সালের সংবিধান অনুযায়ী বর্তমান শাসন ব্যবস্থা একটা ফ্যাসিস্ট ব্যবস্থায় রূপ নিয়েছে। যেখানে প্রধানমন্ত্রীকে সার্বিক ক্ষমতা দেওয়া হয়েছে। এটা পরিবর্তন করে আমরা ৩১ দফা কর্মসূচিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রস্তাব বলছি। এ ব্যবস্থার পরিবর্তন না হলে নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে, কিন্তু মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেন এ রাজনৈতিক নেতা। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে বিদ্যমান ‘ফ্যাসিজমের’ বিরুদ্ধে সব বিরোধী রাজনৈতিক দলকে সম্মিলিতভাবে আন্দোলনে অংশগ্রহণের আহবান জানান তিনি।

বিএনপির মহানগর আহবায়ক এ্যাড শফিকুল আলম মনা বলেন, গণসংহতি আন্দোলনের প্রকাশিত রাজনৈতিক বন্দোবস্তের ৩১ দফা বিএনপি বা গণসংহতি আন্দোলনের দফা নয়। এটি সমগ্র বাংলাদেশের জনগণেরই ৩১ দফা। এই দফা বিদ্যমান রাষ্ট্র কাঠামো বদলের দফা, রাষ্ট্র মেরামতের দফা। গণতান্ত্রিক রাষ্ট্র মেরামতের জন্য জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন কঠিন এক সংগ্রাম করে যাচ্ছে। আমাদের সম্মিলিততভাবে এই সংগ্রাম আরো শাণিত, আরো ধারালো করতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট