আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগ, রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে নগরীর রাস কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর কৃষক লীগের সভাপতি মোঃ রহমত উল্লাহ সেলিম। স্বাগত বক্তব্য দেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ তাজবুল ইসলাম। সঞ্চালনা করেন মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু ও জেলার সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খান।
সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, কৃষক লীগ কেন্দ্রীয়্য কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, কৃষিবিদ মোঃ শাখাওয়াত হোসেন সুইট, যুগ্ম সাাধারণ সম্পাদক শামীমা আখতার খানম এমপি, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, মৎস ও প্রাণী সম্পাদক সম্পাদক শামসুদীন আল আজাদ। প্রেস বিজ্ঞপ্তি