পোরশা নওগাঁ প্রতিনিধি………………………………………………
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সিমান্তে উপজেলা কৃষি বিভাগের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে মাঠে মাঠে সরিষার হলুদ ফুলে সেজেছে মাঠ। এ-ই ফসলে সাধারণত পানি কম লাগে বোর আবাদের পর সরিষা বীজ বপন করা হয়।
নিতপুর সিমান্ত বর্তী পূর্ণ ভবা নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা জমি গুলোতে এই সরিষা বীজ বপন করা হয় বেশি। মাননীয় জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নে সরিষার ভূমিকা অনস্বীকার্য। কৃষি বিভাগের উর্ধতন কর্মকর্তা বৃন্দ এবং স্থানীয় উপজেলা কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর সঠিক দিকনির্দেশনায় পোরশা উপজেলায় সরিষা আবাদে ব্যপক কৃষকরা ঝুঁকে পড়েছে। #