1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় কালী মন্দিরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ বাঘা প্রেসক্লাবে দেশ-জনকল্যাণে কার্যকর ভুমিকা নিয়ে মত বিনিময় গোদাগাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ৭ জেলেকে জরিমানা করলেন সহকারী কমিশনার (ভূমি)  বাঘায় দুই গ্রামে দুই গৃহবধুর রহস্যজনক মৃত্যু! ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী আশরাফ এর ৩১দফা লিফলেট বিতরণ ও পথসভা পঞ্চগড় বাজারে অনৈতিকভাবে দোকান লীজ দেওয়া কেন্দ্র করে চরম উত্তেজনা দূর্গাপুরে বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত  রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের ৫ম খেলা অনুষ্ঠিত দৌলতপুর মহেশ্বরপাশায় এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ডাস্টবিন অপসারণের মানববন্ধন রেলওয়ে পশ্চিম আরএনবি দপ্তরে অপরাধ দমন সভা

পেঁয়াজের ঝাঁজ যেন থামছেই না, ভোক্তা পর্যায়ে হতাশা

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাহাবুর রহমান মনি, বাগমারা থেকে বিশেষ প্রতিনিধি…………………………….

সারাদেশে পেঁয়াজের দাম বেড়েছে, রাজশাহীর বাগমারায় ও এর ব্যাতিক্রম নয়। জানুয়ারির শুরুতে দাম কিছুটা কম থাকায় ভোক্তা পর্যায়ে স্বস্তি ছিল। কিন্তু হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি না করার ঘোষণা দেওয়ায় দেশের বাজারে নিমেষেই বেড়ে যায় পেঁয়াজের দাম। সেটি বেড়ে এখন ১০০-১১৫ টাকা ছাড়িয়েছে। এঅবস্থায় ভোক্তাদের মধ্যে হতাশা বিরাজ করছে।

প্রতি বছরই রমজানের সময় পেঁয়াজের দাম বাড়ে এটির জন্য সকলেই মোটামুটি প্রস্তুতই থাকে। কিন্তু চলতি বছর রোজার ১/২ মাস আগেই এরকম দাম বাড়ায় ক্রেতা পর্যায়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। তাদের ভাষ্য, দৈনন্দিন ব্যয় বৃদ্ধি এতটা ঊর্ধ্বমুখী হয়ে গেছে তার ওপর পেঁয়াজের এমন দাম বৃদ্ধি এ যেন মরার উপর খাঁড়ার ঘা। এ অবস্থা অব্যাহত থাকলে রমজানে তা ১৫০ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পেঁয়াজের এমন দাম বৃদ্ধির ব্যপারে খুচরা ব্যবসায়ীরা বলছেন, কৃষক পর্যায়ে উৎপাদিত পেঁয়াজ বেশি দাম পাওয়ার আশায় তারা মজুত করছেন। যার কারণে ভোক্তা পর্যায়ে দাম বাড়ছে প্রতিনিয়ত। মজুতদার কৃষকেরা কেন মজুত করছেন এমন প্রশ্নের জবাবে তারা জানান, সব কিছুর দাম বাড়ার পাশাপাশি এখন সকল কিছুর উৎপাদন খরচ বেড়ে গেছে, তাই রোজায় বেশি দামের আশায় কিছুটা সংরক্ষণ করছে তারা।

বাগমারা কৃষি অফিসের তথ্য মতে, এবার এ মৌসুমে উপজেলায় পেঁয়াজের চাষ হয়েছে প্রায় ৭ হাজার ৫০০ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে প্রায় ১ লক্ষ ৫০ হাজার মেঃটন। যা এই উপজেলার চাহিদার তুলনায় অনেক বেশি। কিন্তু কৃষকরা ভবিষ্যতে আরো বেশি লাভবান হওয়ার আশায় মজুত করছেন ফলে খুচরা বাজারে দাম বেড়েই চলেছে। এঅবস্থায় কৃষি বিভাগ বলছে, নতুন আলের/সেচের পেঁয়াজ না ওঠা পর্যন্ত পেঁয়াজের দাম কমার সম্ভাবনা খুবই কম। এরই মধ্যে ভোক্তা পর্যায়ে চাহিদা কিছুটা কমেছে যার কারণে দাম বাড়ার গতিও আস্তে আস্তে কমে যাচ্ছে। অচিরেই পেঁয়াজের বাজারে স্বস্তি আসবে বলে সংশ্লিষ্টদের ধারণা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট