ক্যাপশন: :শের ভিতরে বিভিন্ন সন্ত্রাসীদের হামলা-হত্যা, নির্যাতন বন্ধে এবং যথাযথ আইনের আওতায় নিয়ে তাঁদের শাস্তির দাবীতে একটি মানববন্ধন ও স্মারকলিপি
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি…………………………………………..
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড(কুশক) আয়োজনে পুলিশ সদস্যকে নির্যাতন ও হত্যা, বিচারপতির বাসভবন ভাঙ্চুর, শতাধিক পুলিশ-আনসার আহত, পুলিশ হাসপাতালে অগ্নি সংযোগ ও ৩১জন সাংবাদিকদেরকে মারধরের প্রতিবাদ-নিন্দা ও খুনি সন্ত্রাসীদের সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে ৬৪ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের আওতায় ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড(মুশক) একটি স্মারকলিপি পেশ করেন, জেলা প্রশাসকের নিকটে উপজেলা ভূমি কমিশনার (এসি ল্যান্ড) মাধ্যমে।
স্মারকলিপিতে উল্লেখ, গতকাল রোববার সকাল প্রায় ১১টায় উপজেলা পরিষদ দক্ষিণ গেটে একটি মানববন্ধন করে স্থানীয় বীরমুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে ও তাদের অংগসংগঠন উপজেলা সন্তান সংসদ কমান্ড(মুশক) ।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি রাজু আহম্মেতের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সহকারী কমান্ডার প্রকল্প সমবায় জেলা ইউনিট কমান্ড চাঁপাইনবাবগঞ্জ বীরমুক্তিযোদ্ধা একরাম হোসেন, স্থানীয় বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ রিয়াজ উদ্দিন, ডাঃ নিজাম উদ্দিন, সাফির উদ্দিন(অবসরপ্রাপ্ত পুলিশ), হাসিম উদ্দিন, রুস্তম আলী, জালাল উদ্দিন, ইলিয়াস আলী, গিয়াস উদ্দিন, মানোয়ার হোসেনসহ আরো অনেকে। মুক্তিযোদ্ধা প্রজন্ম যুব সংসদের সাধারণ সম্পাদক মোঃ আহাসান হাবীব সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সদস্য রবিউল আওয়াল, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাবেক আহবায়ক সাংবাদিক এম.এস.আই শরীফ, সাবিরুল ইসলাম, রাসেল আহম্মেদ, হাসান আলীসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা উপস্থিত ছিলেন।