কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি……………………………………………
ওয়েব ফাউন্ডেশন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতয়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহন প্রকল্প সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ষান্মাসিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১৩ জানুয়ারী) সকাল ১০টায় নওগাঁ কনভেনশন হল রুমে ওয়েব ফাউন্ডেশন আয়োজিত মত বিনিময় সভায়সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা ওয়েব ফাউন্ডেশন(এএনসি) কমিটির সভাপতি পারভীন আকতার।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁ উপ-পরিচালক মোঃ জাবেদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেল যুব উন্নয়ন অফিসার মোঃ ইলিয়াছ হোসেন, বিশেষ অতিথি জেলা পল্লী উন্নয় অফিসার কাজলী আকতার, নওগাঁ সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রোকনুজ্জামান।
মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ এনজিও সমন্বায়কারী রানী এনজিও পরিচালক মোঃ ফজলুর রহমান,নওগাঁ সদর ওয়েব ফাউন্ডেশন(এএনসি)কমিটির সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, ওয়েব ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় সমন্নয়কারীমানুয়েল টুডু,রাজশাহী বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ, উপজেলা সমন্বয়কারী(নওগাঁ সদর,আত্রাই, রানীনগর) মোঃ মিনহাজুল ইসলাম, আত্রাই উপজেলা এএনসি ষভাপতি মিতু মনি, সদস্য সচিব কামাল উদ্দিন টগর, মহাদেবপুর উপজেলা এএনসি সভাপতি লিয়াকত আলীসহ নওগাঁ জেলার ১১টি উপজেলার এএনসি সভাপতি সদস্য সচিবগন মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।
ইউরোপিয়ান ও ক্রিশ্চিয়ান এইড এর আর্থিক ও করিগরি সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্প কাযক্রমের অংশ হিসেবে ষান্মাসিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভা সঞ্চলনা করেন ওয়েব ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় সমন্নয়কারী মানুয়েল টুডু।#