পাবনা জেলা প্রতিনিধি: পাবনা জেলার চাটমোহর উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল (ভেরিফাইড ফেসবুক) আইডিতে প্রকাশ করা এক ফেসবুক পোস্ট মাধ্যমে জানা যায় যে,চাটমোহর উপজেলার সকল ইউনিয়নের অধীনে ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রকল্প অনুমোদন করা হয়েেছে।
জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে অবকাঠামো রক্ষণা- বেক্ষণে(TR) কর্মসূচীর আওতায় উপজেলা ভিত্তিক ১ম-২য় পর্যায়ের বরাদ্দকৃত নগদ অর্থের বিপরীতে গৃহীত প্রকল্পের মধ্যে রয়েছে,মসজিদ,মাদ্রাসা,বিদ্যালয়ে টয়লেট নির্মাণ ও কবরস্থান, সামাজিক সংগঠন রাস্তা প্রকল্প গৃহীত হয়েছে।
৬৭ টি টিআর প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ১,৩১,০০,৭৭৯/৬৬ টাকা। রিজার্ভ ২৬,২০,১৫৫/৯৩ টাকা। অপরদিকে কাবিটার আওতায় মোট প্রকল্প ৩০ টি। এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে মোট ১,৪৬,৮৫,৫৮৬/৬৬ টাকা। রিজার্ভ ২৯,৩৭,০১৭/৩২ টাকা।
চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার তার দেওয়া পোস্টে বলা হয়, চাটমোহর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছর টিআর , কাবিটা এবং কাবিখা কর্মসূচির আওতায় গৃহিত প্রকল্প সমূহের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকল্পসমূহের কাজ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে।
আশা করা যায় যে,কোন প্রভাব ছাড়াই স্বচ্ছতার মাধ্যমে সিডিউলের যথাযথ শর্ত ও বিধি-বিধান মেনে যথাসময়ে প্রকল্প সমূহ বাস্তবায়িত হবে এবং চাটমোহর উপজেলাবাসী প্রকল্প বাস্তবায়নে সুফল ভোগ করতে পারবে।#