# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা……………………………
রাজশাহী – ৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, শিক্ষকরা আজীবনই শিক্ষক। শিক্ষকদের মর্যাদা অনেক। শিক্ষকের মর্যাদা ঠিক রাখতে হলে অনেক বিষয়ে খেয়াল রাখতে হবে। ভালো এবং মেধাবী শিক্ষার্থী তৈরি করতে শিক্ষকের গুরুত্ব অনেক। ভালো শিক্ষার্থী তৈরি করতে হলে প্রতিটি শিক্ষককে তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে সরকারী করণ করেছে। বৃদ্ধি করেছে শিক্ষকদের বেতন। বিদ্যালয় সরকারীকরণ করায় বৈষম্য দূর হয়েছে। প্রাথমিক শিক্ষা প্রতিটি শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ। প্রাথমিকে ভালো করতে পারলে উচ্চস্তরে গিয়েও ভালো করবে শিক্ষাথীরা। তাই সরকার শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসিবে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথি আরো বলেন, বর্তমানে শিক্ষকদের অবহেলায় দিনি দিন প্রাইভেট প্রতিষ্ঠান বৃদ্ধি পাচ্ছে। সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভালো লেখাপড়া হলে প্রাইভেট প্রতিষ্ঠানের সংখ্যা কমে যাবে। সরকার প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে পড়ার ব্যবস্থা করলেও কেন অন্য প্রতিষ্ঠান মুখী হচ্ছে শিক্ষার্থীরা। এটা বন্ধ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা. পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ইউআরসি ইন্সট্্রাক্টর শাহাদৎ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান, রবিউল হাসান, প্রধান শিক্ষক জাহানারা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ২২০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।#