নাজিম হাসান: নিজের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, সুস্থ সমাজ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহীতে সকল শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে “পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৫” উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জেসমিন আকতার, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণির আহবায়ক ও সদস্যবৃন্দ, ভিজিল্যান্স কমিটির সদস্যবৃন্দ, কলেজের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ।
অধ্যক্ষ শিক্ষার্থীদেরকে কলেজ প্রাঙ্গণ, শ্রেণিকক্ষ ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সবার অংশগ্রহণের উপর গুরুত্তারোপ করেন। তিনি আরও বলেন পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে মনও ভালো থাকে এবং পড়াশুনায় মনোযোগ বৃদ্ধি পায়। এই কর্মসূচিটি বছরব্যাপী চলমান থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরাও পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে শিক্ষার্থীদেরকে তাগিদ দেন।#