জিয়াউল কবীর: পবার রাজশাহীর বড়গাছি ইউনিয়নের দাদপুরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের পানি সেচের আওতা দখল বজায় রাখতে নতুন অপারেটর আফসানা খাতুন ও তার স্বামী লালনের বাড়ীতে ছাত্রদল নেতা শামীম ও রেজাউল হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে অপারেটর মালিকের ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৫০,০০০ টাকা।
এ ব্যাপারে পবা থানায় ভুক্তভোগী অপারেটর আফসানার স্বামী লালন জিডি করেছেন। জিডি নং ৬৭৯। তারিখ ১৫ /২/২৫ ইং। দাদপুর পূর্বপাড়ার ফোলিয়ার বিলের কৃষকের ফসলের পানি সরবরাহে শামীম ও রেজাউল তাদের গ্যাং দীর্ঘদিন যাবত কৃষকের কাছ থেকে ঘুষ নিয়ে পানি সরবরাহ করে আসছে। এই অনিয়ম দূর করতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এলাকায় নতুন অপারেটর হিসেবে লালনের স্ত্রী আফসানাকে নিয়োগ দেয়। যার স্মারক নং বিএমডিএ/ রাজ/২০২৪-২৫ /২৫৬৭ (৫)। তারিখ ১১/০২/২৫। এতে ছাত্রদল নেতাদের আয় বন্ধ হয়ে যাওয়া রুখতে উক্ত ছাত্রদল নেতারা প্রায় ৩০-৩৫ জন ক্যাডার সাথে নিয়ে নতুন অপারেটর আফসানার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। আফসানা ও লালনকে মেরে ফেলতে উদ্যত হয়।
উক্ত অপরাধে অংশগ্রহণ করে যুব ও ছাত্রদলের ক্যাডার রাজ্জাক, শফিকুল, জিয়ারুল, আনোয়ার, আলামিন, আকরাম কিবরিয়া সবুজ, টুকু, ওমর, আপেল, ইসরাইল প্রমুখ।#