# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বেসরকারি সংস্থা ব্র্যাক, কারিতাস ও হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আজিজুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ , সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন , মৎস্য কর্মকর্তা রুজিনা , প্রাণিসম্পদ কর্মকর্তা আশিস কুমার দেবনাথ । ব্র্যাকের সমন্বয়কারী দিপক কুমার, কারিতাসের সমন্বয়কারী একরামুল হক, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী আসির উদ্দীন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহিলা সংস্থার আমিনুল ইসলাম।এছাড়াও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সুধিজন প্রমূখ। এর আগে সকালে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে।#