# মাসুদ রানা,পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধি: “হাত ধোয়ার নায়ক হোন”এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন। প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন ডা.শেখ রাব্বি আজিজ বিন আশরাফ,পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু ও উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী স্থানীয় সুধিজন প্রমূখ।#