
পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ে জমে উঠেছে ভোটের মাঠ। নিয়মিত প্রচার প্রচারণা চালাচ্ছেন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মি’রা।ঘরে ঘরে জনে জনে এই এই স্লোগানে পঞ্চগড় ১ আসন, সদর উপজেলা, তেঁতুলিয়া উপজেলা, আটোয়ারী উপজেলা ও পঞ্চগড় পৌরসভা’র প্রতিটি ঘরে ঘরে ব্যারিস্টার নওশাদ জমিরে’র সালাম ও ধানের শীষে’র ভোট দেওয়ার জন্য প্রার্থনা জানান।
এদিকে ব্যারিস্টার পরিবারের এ্যাড. আনসারুল ইসলাম (হিমু) পথে প্রান্তরে, মাঠে ঘাঠে,ব্যাপক প্রচারণা চালেচ্ছেন, বাংলাদেশ জাতীয়তাবাদি দল কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিষয় সম্পাদক ও পঞ্চগড় ০১ আসনের এমপি পদ প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে ছুটে চলছেন এ্যাড.হিমু।
এ্যাড.হিমু বিভিন্ন মানুষজনের সাথে মতবিনিময় করেছেন। দিন মুজুর, কুলি, শ্রমিক সর্বস্তরের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের ভোট চাচ্ছেন। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন।শুনছেন সাধারণ মানুষের অভিযোগ, পাওয়া না পাওয়ার অভিমান। অভিমান ভেঙ্গে সেই সব নেতাকর্মীদের সাথে নিয়েই ধানের শীষ তথা ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষ থেকে বার্তা পৌঁছে দিচ্ছেন।#