1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
নির্বাচনকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় রাজশাহীতে সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণ পবা–মোহনপুরকে মডেল উপজেলা গড়ার প্রতিশ্রুতি মিলনের গোমস্তাপুরে ব্যক্তিগত  জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ  আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবির সাংবাদিক সম্মেলন  শিবগঞ্জ সীমান্তে সাড়ে চার হাজার নেশা জাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ ​রাজনৈতিক প্রজ্ঞা ও পরিমিতিবোধ: বাহুল্য বর্জনের আবশ্যকতা চাঁপাইনবাবগঞ্জের আমনুরায়, তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ট্রেন ব্যাহত কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে মারপিট, শ্লীলতাহানী ও হত্যার হুমকি ক’টি দল জনগণের সঙ্গে ‘নির্বাচন নির্বাচন খেলা’ শুরু করেছে: মিলন

নির্বাচনকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় রাজশাহীতে সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক : নির্বাচনকালীন সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মশালার গুরুত্ব অপরিসীম। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ—এই উপলব্ধি থেকেই রাজশাহীতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সেই লক্ষ্যে রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উপজেলার ৫০ জন সাংবাদিকের মাঝে সার্টিফিকেট ও সনদপত্র বিতরণ করা হয়।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক সহযোগিতা করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের দায়িত্ব আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠে। বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম গণতন্ত্রকে শক্তিশালী করে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়।

তিনি আরও বলেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য গুরুত্বপূর্ণ। ভোটাধিকার প্রয়োগ সংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। নির্বাচন ও গণভোট সংক্রান্ত সংবাদ পরিবেশনে সঠিকতা, ভারসাম্য ও নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। বিভ্রান্তিকর তথ্য, গুজব বা অপতথ্য নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত। পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন রিসোর্স পারসন সালাহউদ্দিন আহমাদ বাবলু এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল।

এদিকে নগরীর শালবাগান এলাকায় সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের আরও ৫০ জন সাংবাদিককে নিয়ে পৃথকভাবে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর প্রোভিসি অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আবদুল আউয়াল। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শারমিন রিনভী।

উল্লেখ্য, প্রশিক্ষণে নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের দায়িত্ব, কর্তব্য ও সীমাবদ্ধতা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নির্বাচন রিপোর্টিংয়ের ধরন ও প্রকরণ, গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা-২০২৫, নির্বাচনকালীন শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, তথ্য, ছবি ও ভিডিও যাচাইসহ ফ্যাক্ট-চেকিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভুয়া তথ্য, অপতথ্য, গুজব, হেট স্পিচ ও প্রোপাগান্ডা মোকাবিলায় দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বও তুলে ধরা হয়। অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এই প্রশিক্ষণ কর্মশালা নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট