নাটোরে বাইশ বছর বয়সী ছাত্রের সাথে চল্লিশ বছর বয়সী শিক্ষিকার প্রেম অতপর বিয়ে
-
প্রকাশের সময় :
সোমবার, ১ আগস্ট, ২০২২
-
২৬৫
বার এই সংবাদটি পড়া হয়েছে
জিয়াউল কবীর………………….
আসলে প্রেমের কোন বয়স লাগে না, প্রেম মানে না জাতি,ধরম র্বণ, গোত্র। প্রেমের জন্য ইউসুফ- জুলেখা, শিরিহ- ফরাদ প্রেমের ইতিহাস সৃষ্টি করেছে। প্রেমের টানে এযুগের শিরহি-ফরাদ সুসম্পর্ক থেকে ২২ বছর বয়সী ছাত্র মামুনকে বিয়ে করলেন ৪০ বছর বয়সী শিক্ষিকা খাইরুন নাহার।
শিক্ষিকা নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। মামুন নাটোর এনএস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামে।
২০২১ সালের ২৪ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের পরিচয়। এরই মাঝে গড়ে ওঠে প্রেমের মধুর সম্পর্ক। এর ৬ মাস পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন মামুন (২২) ও খাইরুন নাহার (৪০)। শিক্ষিকার আগের স্বামী ছিল রাজশাহীর বাঘা এলাকার। আগের স্বামীকে বাদ দিয়ে কনে শিক্ষিকা ও তার কলেজ পড়ুয়া নতুন স্বামী দু ‘ জনেই এখন অনেক সুখে শান্তিতে আছেন বলে জানা গেছে।#
এই সংবাদটি শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ