নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যে সামনে রেখে রাজশাহী বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
আজ সোমবার জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মাঠে পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো: আখতার জামীল। তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরিফ মো. কাফি এবং সাবেক ক্রীড়া অফিসার মো. আখতারুজ্জামান রেজা প্রমুখ।
এই ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের ৮ জেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।#