1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী – ৬ আসনে এক মঞ্চে সব প্রার্থী, নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি পালনের ঘোষণা শিবগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাইয়ে জামায়াতের জনসমাবেশ, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলেন খবিরুল ইসলাম আত্রাইয়ে আগাম আমের মুকুল, চাষিদের মাঝে আশার আলো নওগাঁর রাণীনগরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ট্যাপকলের পানি নেয়কে কেন্দ্র করে পিটিয়ে হত্যা বাঘায় ব্যতিক্রম আয়োজনে ‘পিঠা-পুলি’র উৎসব মির্জাপুরে বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ি এলাকায় হাসপাতাল নির্মাণ হবে: আবুল কালাম আজাদ সিদ্দিকী রাজনৈতিক শিষ্টাচারের অপমৃত্যু: বিবেকের কাঠগড়ায় আমাদের সংস্কৃতি রূপসায় ইজিবাইকের ধাক্কায় শিশু কন্যা নিহত

নওগাঁ-৬: গ্রহণযোগ্য নেতৃত্বে এগিয়ে মশিউর রহমান (সোহাগ)

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৪৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আবু রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে জমে উঠেছে রাজনৈতিক অঙ্গন।বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও নানামুখী তৎপরতা শুরু করেছেন। এরই মধ্যে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান (সোহাগ)। মশিউর রহমান সোহাগকে স্থানীয় রাজনীতিতে পরিচ্ছন্ন ভাবমূর্তির এক তরুণ নেতৃত্ব হিসেবে দেখা হচ্ছে। তাঁর ক্লিন ইমেজ, সাংগঠনিক দক্ষতা, সততা ও দলের প্রতি অবিচল নিষ্ঠা তাঁকে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে এক নির্ভরযোগ্য মুখে পরিণত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি আত্রাই ও রাণীনগরসহ নওগাঁ-৬ আসনের বিভিন্ন অঞ্চলে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি জনগণের পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বন্যা ও শীতকালীন ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ অভিযান, অসহায়দের চিকিৎসা সহায়তা প্রদান, শিক্ষার্থীদের সহযোগিতা এবং যুব সমাজের কর্মসংস্থান তৈরির মতো বাস্তবমুখী কাজের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। রাজনৈতিক জীবনের সূচনালগ্ন থেকেই মশিউর রহমান সোহাগ একটি দেশপ্রেমিক ও রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর পিতা, প্রয়াত মোঃ সাইফুল ইসলাম, ছিলেন নওগাঁ জেলায় বিএনপির প্রাথমিক পর্যায়ের সংগঠক ও ত্যাগী কর্মী। দলের সেই আদর্শ ও চেতনা নিয়েই সোহাগ আজ মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন। বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে অন্যতম সক্রিয় প্রচারক হিসেবে কাজ করছেন। তাঁর প্রচারণা ও নেতৃত্বে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক অবস্থান দিনদিন আরও সুসংহত হচ্ছে বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করেন।

রাজনীতির পাশাপাশি সমাজসেবায়ও তিনি সমানভাবে সাড়া ফেলেছেন। দারিদ্র্য বিমোচন, শিক্ষার প্রসার ও যুব সমাজের ইতিবাচক অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। এ কারণেই তরুণ ভোটারদের মধ্যেও তাঁর জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। নিজের রাজনৈতিক দর্শন সম্পর্কে মশিউর রহমান সোহাগ বলেন,আমি রাজনীতি করি মানুষের সেবা ও দেশের প্রতি দায়িত্ববোধ থেকে। জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক চেতনা এবং তারেক রহমানের উন্নয়ন ভাবনা এই ত্রিমাত্রিক দিকনির্দেশনাই আমার প্রেরণা।

রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতারা মনে করছেন, বিএনপি যদি আসন্ন নির্বাচনে মশিউর রহমান সোহাগকে নওগাঁ-৬ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, তবে তিনি একজন যোগ্য, গ্রহণযোগ্য ও কর্মমুখী নেতৃত্বের প্রতীক হিসেবে জনগণের আস্থা অর্জনে সক্ষম হবেন। নওগাঁ-৬ আসনে তাই এখন অনেকের মুখে একটাই নাম— মশিউর রহমান সোহাগ, একজন সম্ভাবনাময় নেতা যাঁর লক্ষ্য মানুষের কল্যাণ ও দেশের উন্নয়ন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট