আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি……………………………………….
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -৪ (মান্দা) আসনে মনোনয়নপত্র বাছাইয়ের পর ছয় জনকে বৈধ ও চারজনকে বাতিল করা হয়েছে। নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মোঃ গোলাম মওলা বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ ও বাতিল ঘোষণা করেন। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই দফায় মনোনয়ন বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় নওগাঁ -৪(মান্দা) থেকে বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা) মনোনীত প্রার্থী এ্যাডঃ নাহিদ মোর্শেদ বাবু , জাতীয় পার্টি মোঃ আলতাফ হোসেন , জাকের পার্টি মোঃ দেলোয়ার হোসেন , বাংলাদেশ কংগ্রেস পার্টি আব্দুর রহমান , স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক , জেলা আ.লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম ব্রুহানী সুলতান মাহমুদ (গামা) ছয় জনকে বৈধ ঘোষণা করা হয় । অপরদিকে চার জনের মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হয়
মোঃ আব্দুস সামাদ প্রামাণিককে প্রস্তাবকারী নিজেই ও ঋণ খেলাফি এবং স্বাক্ষরের মিল না পাওয়ায় । কামাল পারভেজ বাংলাদেশ কংগ্রেস পার্টি মনোনয়ন জমা দিলেও কেন্দ্রে তা অস্বীকার করায় ।
আফজাল হোসেন নির্বাচন খরচ বেশি দেখিয়েছেন এবং স্বাক্ষরের মিল না পাওয়ায় । এবং মোঃ জিয়াউল হককে আয়কর রিটার্ন দাখিল করে নেই এবং স্বাক্ষরের মিল না পাওয়ায় তাদের বাতিল বলে ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো: গোলাম মওলা । #