মোঃফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ও হাটনওগাঁ ঈদগাহ নামক স্থানে সোমবার ১৩ অক্টোবর ২০২৫ সকাল ১০ টায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর কমিউনিটি উদযাপন অনুষ্ঠিত।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক ইসলামিক ফাউণ্ডেশন নওগাঁ,মোঃ মারুফ রায়হান,সহকারী পরিচাল ইসলামিক ফাউণ্ডেশন নওগাঁ,মো:রায়হানুল ইসলাম,এফএস নওগাঁ সদর মোঃ হযরত আলী আরও উপস্থিত ছিলেন এলাকার সাধারণ জণগণ।
জানা যায় এই ক্যাম্পেনের মাধ্যমে নির্দিষ্ট বয়সের সকল শিশুকে বিনামুল্যে টিকা প্রদান করা হবে।টাইফয়েড টিকাদান কর্মসূচীর আওতায় ৯ মাস বয়সী হতে ১৫ বছর বয়সী সকলের জন্য মাস ব্যাপি এই টিকাদান কর্মসূচি চলবে। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব।টিকাকে অত্যান্ত নিরাপদ ও কার্যকর উল্লেখ করে ক্যাম্পাইনের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরেন, উপপরিচালক ইসলামিক ফাউণ্ডেশন নওগাঁ মোঃ মারুফ রায়হান।#