1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সংবাদ দিগন্ত পত্রিকার ম্যানেজার মাসুম বিল্লাহর সাথে আলফাত হাসান’র সৌজন্য সাক্ষাৎ মানবতার ফেরিওয়ালা হিসাবে পলাশবাড়ীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক রুবেল ও স্বেচ্ছাসেবক ইউসুফ পলাশবাড়ীতে সাঁকোয়ায় ইপিজেড এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ তানোরে র‍্যাবের অভিযানে চোলাই মদের গোপন কারখানা ধ্বংস, গ্রেফতার ৪ হরিপুরে সাবেক ব্র্যাক ব্যাংক কর্মকর্তার  আত্মাহত্যা কবিতা সুলতানগঞ্জ নদীবন্দর উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি: নৌ পরিবহন উপদেষ্টা সোনামসজিদ স্থলবন্দরে ৩কি.মিটার রাস্তা দ্রুত  নির্মাণ করা হবেঃ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে চাঁদাবাজসহ গ্রেপ্তার ১৯ গোদাগাড়ীতে নৌকা মাঝি, শিক্ষক ও ইউপি সদস্যদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নওগাঁর মান্দায় সিএনজির ও অটোরিকশা  অবাধ চলাচলের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মান্দা, নওগাঁ……………………………………………………… :

নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে অবাধে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সিএনজি মালিক-শ্রমিক সমিতি। আজ সোমবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার সাবাইহাট বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনে অংশ নেন শতাধিক সিএনজিচালিত অটোরিকশার চালক ও মালিক।

সিএনজি মালিক সমিতি সাবাইহাট শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা সিএনজি মালিক সমিতির সহসভাপতি শরিফুল ইসলাম (বাবু), জেলা সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি শাহিন আলম, সাবাইহাট শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা সিএনজি মালিক সমিতির সদস্য আমিনুল ইসলাম, এনামুল হক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জেলা মালিক সমিতি নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট ও চৌদ্দমাইল এলাকায় অবৈধ চেকপোস্ট বসিয়ে লাঠিয়াল বাহিনী দিয়ে মহাসড়কে সিএনজিসচালিত অটোরিকশা চলাচলে বাধা সৃষ্টি করে আসছে। গত ২৮ আগস্ট বাস মালিক সমিতি নওগাঁ-রাজশাহী মহাসড়কের মোহাম্মদপুর সাইনবোর্ড এলাকায় নতুন করে চেকপোস্ট বসিয়ে অটোরিকশা চলাচলে বাধা সৃষ্টি করে। গত ২৯ আগস্ট সিএনজি-পিকআপের চালক ও মালিকেরা এ চেকপোস্ট বসানোর প্রতিবাদ করতে গেলে বাস মালিক সমিতির লোকজন তাঁদেরকে মারধর করে। বর্তমানে বাস মালিক সমিতির লোকজন নওগাঁ-রাজশাহী মহাসড়কে কোনো সিএনজি চলাচল করতে দিচ্ছে না।

তাঁরা বলেন, মহাসড়কে সিএনজি অটোরিকশা চালাতে না পেরে গত এক সপ্তাহ ধরে সিএনজির চালক ও মালিকের আয়-উপার্জন বন্ধ হয়ে গেছে। উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় অনেক চালক ও মালিক কিস্তির টাকা পরিশোধ করতে পারছেন না। এভাবে চলতে থাকলে সিএনজি মালিক ও শ্রমিকদের পথে বসতে হবে। অনেকে ধারদেনা ও ঋণ নিয়ে সিএনজি কিনে সংসার চালায়। কিন্তু বাস মালিকদের একচ্ছত্র আধিপত্যের কারণে তাঁরা সিএনজি চালাতে পারছেন না। পরিবার-পরিজন নিয়ে দুর্বিসহ জীবন কাটাতে হচ্ছে তাঁদের।

সিএনজি মালিক সমিতি সাবাইহাট শাখার সভাপতি শফিকুল ইসলাম বলেন, নওগাঁ-রাজশাহী মহাসড়কে অবাধে সিএনজি চলাচলের দাবিতে গতকাল রোববার জেলা প্রশাসক, পুলিশ সুপার, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে।

বিষয়টি নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিককেও জানানো হয়েছে। কিন্তু এখন পর্যস্ত কারও পক্ষ থেকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। মানবিক দিক বিবেচনা করে মহাসড়কে দ্রুত সিএনজি চলাচলের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে সিএনজি মালিক সমিতি ।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সড়ক সম্পাদক দেবাশীষ রায় বলেন, সিএনজি অটোরিকশা অবৈধ যানবাহন। এসব যান মহাসড়কে অবাধে চলাচলের কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানী ঘটছে। এছাড়া ধীরগতির এসব যান মহাসড়কে চলাচলের কারণে বাস চলাচলে ব্যাঘাত ঘটছে। এসব যান চলাচল বন্ধের জন্য আমরা বারবার প্রশাসনকে বলেছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

দেবাশীষ রায় আরও বলেন, বাসসহ বড় গাড়ির চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ যানবাহন যাতে চলাচল করতে না পারে সেটি দেখার জন্য বাস পরিবহন মালিক ও শ্রমিকেরা চেকপোস্ট বসিয়েছে। মান্দার মোহাম্মদপুর চেকপোস্টে গত ২৯ আগস্ট হামলা চালিয়ে আমাদের কয়েকজন শ্রমিককে আহত করেছে সিএনজির লোকজন।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বাস মালিক ও সিএনজি-পিকআপ মালিক-শ্রমিকদের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আশা করছি, খুব তাড়াতাড়ি চলমান সমস্যার একটা সমাধান হয়ে যাবে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট