1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইটসেভার্স এর সহযোগিতায়,ব্র্যাকের উদ্যোগে দাকোপে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা  কালীগঞ্জে গাজীপুরের নবাগত ডিসির মতবিনিময় আত্রাইয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন পত্নীতলায় আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ খুব তাড়াতাড়ি সকল পুলিশ ফাঁড়ির কার্যক্রম পুরোদমে শুরু হবে: রাজশাহীতে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা রূপসা বর্নমালা শিক্ষালয়ে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা তানোরে বিদ্যুৎ শাটডাউনে জড়িতরা বহাল তবিয়তে রকমারি সবজি চাষে ঝুঁকে পড়েছেন আত্রাই উপজেলার কৃষকরা

নওগাঁর মান্দায় বাসশ্রমিককে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন. মান্দা (নওগাঁ) প্রতিনিধি………………………………………………

নওগাঁর মান্দায় বাস মালিকের নতুন চেকপোষ্টে হামলা চালিয়ে মারধর ও ভাঙ্চুর করেছে সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকেরা। হামলায় জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সহসভাপতিসহ বাসের সাতজন শ্রমিক আহত হন।

এর প্রতিবাদে নওগাঁ-রাজশাহী মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে বাসের শ্রমিকেরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাসড়কের মোহাম্মদপুর সাইনবোর্ড এলাকায় অবরোধের কারণে উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সিএনজি চালিক অটোরিকশার শ্রমিকদের মারধরে আহতরা হলেন, মমিনুল ইসলাম (৫৫), আব্দুল মান্নান (৪৫), লিটন হোসেন (৫২), নয়ন হোসেন (৫০) সাইফুল ইসলাম (৪০), ইব্রাহীম হোসেন (৪৫), শাকিল আহমেদ (৩৫) ও বেলাল হোসেন (৫৫)। আহতরা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সহসভাপতি মমিনুল ইসলাম বলেন, পরিবহণ মালিক গ্রুপের সিদ্ধান্তে মহাসড়কের মোহাম্মদপুর সাইনবোর্ড এলাকায় আজ মঙ্গলবার সকাল ৯টার থেকে নতুনভাবে চেকপোষ্ট বসানো হয়। এর কিছু পরে সাবাইহাট থেকে ১৫-২০টি সিএনজি এসে অতর্কিতভাবে হামলাসহ আমাদের মারধর ও চেকপোষ্টের চেয়ার-টেবিল ভাঙ্চুর করে।

মারধর প্রসঙ্গে জানতে সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির কাউকেই পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে নওগাঁ জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবু বলেন, মহাসড়কের মোহাম্মদপুর এলাকায় আজ মঙ্গলবার থেকে নতুন চেকপোষ্ট বসানো হয়। এটাকে কেন্দ্র করে সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে বাসশ্রমিকদের ওপর হামলা চালিয়ে মারধর করে।

রেজাউল মোস্তফা বাবু আরও বলেন, হামলাকারীরা নতুন চেকপোষ্ট ও সাবাইস্ট্যান্ডে চেইনমাষ্টারকে মারধরসহ ব্যাপক ভাঙ্চুর করে। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করা হয়। পরে স্থানীয় প্রশাসন আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট