আত্রাই( নওগাঁ) প্রতিনিধি…………………………….
নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক – কেয়ারটেকারদের নিয়ে নারী, শিশু নির্যাতন, যৌতুক ও মানবপাচার প্রতিরোধে এবং সমপ্রদাযিক সম্প্রীতি সুরক্ষায় আলেম ওলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত৷
২৭ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় উপজেলা হলরুমে ফিল্ড সুপারভাইজার মাওলানা মোহাম্মদ মাজেদুর রহমান এর সঞ্চালনায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে৷ এতে আত্রাই উপজেলার সকল শিক্ষক, শিক্ষিকা কেয়ারটেকার দেরকে নিয়ে মাসিক সমন্বয় সভা অনিষ্ঠত হয়েছে৷
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে উক্ত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবাদুর রহমান প্রামাণিক চেয়ারম্যান উপজেলা পরিষদ আত্রাই, বিশেষ অতিথি হিসাবে ছিলেন কৃষিবিদ মোঃ গোলাম মোস্তফা উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা, মোঃ তারিকুর রহমান অফিসার ইনচার্জ আত্রাই থানা৷
আরও উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান ভাইস চেয়ারম্যান আত্রাই উপজেলা, মোছাঃ মমতাজ বেগম ভাইস চেয়ারম্যান আত্রাই উপজেলা, মোঃ ফজলুর রহমান যুব উন্নয়ন অফিসার আত্রাই, সাংবাদিক মোঃ মোজাহিদ খাঁন, মোঃ আকবর আলী ফ্লিড সুপার ভাইজার নওগাঁ, মাওলানা মোহাম্মদ মাজেদুর রহমান সুপার ভাইজার ইসলামিক ফাউন্ডেশন আত্রাই৷
আরও উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন, এমসি আত্রাই উপজেলা ইফাঃ মোঃ রেজাউল ইসলাম জিসি,মাওঃ মোঃ আঃ জলিল জিসি, ইফাঃআত্রাই, উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ অর্থ ও দপ্তর সম্পাদক আত্রাই প্রেসক্লাব, শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই আল হাদি৷
উক্ত অনুষ্ঠানে সভাপতি বলেন,আমরা নারি,ও শিশু নির্যাতন, যৌতুক ও মনবপাচার,প্রতিরোধে এবং সামপ্রদায়ীক সম্প্রীতি সুরক্ষায় আলেম ও ওলামাদের কে এক হয়ে কাজ করতে হবে৷ আপনারা মসজিদে খুতবায় বয়ান করবেন সকল কে সজাগ থাকতে হবে৷
আমরা আল্লাহর হুকুম মেনে চলবো৷ আমরা সবাই অংশ নিবো, সমাজে বাল্যবিবাহ, মাদকাসক্ত, ইভটিজিং, জঙ্গীবাদ দুর করার জন্যে বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন৷ এই বিষয়ে সবাইকে সচেতন করতে আত্রাই উপজেলার ঈমাম ও ইফার শিক্ষকদের কে পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠান্টি দোয়ার মাধপমে সমাপ্ত করা হয় এবং দেশবাসীর শান্তি কল্যান কামনা করে দোয়া করা হয়।#