1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
পৃথক  অভিযানে ১শ’ ১৮বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব -৬ রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের সেমিফাইনাল অনুষ্ঠিত ‘অপারেশনস ফার্স্ট লাইট’: চার জেলার সীমান্তবর্তী চর এলাকার গ্রেপ্তারকৃত ৬৭ জনের মধ্যে বাঘার ১৩জন বাগমারায় কলেজ শিক্ষকের অবসর জনিত বিদায় অনুষ্ঠিত  মেয়াদ উত্তীর্ণ- ফিজিসিয়ান স্যাম্পুল অনুমোদনহীন ঔষধ বিক্রির দায়ে বাঘায় তিন ফার্মেসীর জরিমানা স্মৃতির ডাকবাক্স: প্রযুক্তির যুগে আত্রাইয়ে চিঠির অপেক্ষা শেষ ভূরুঙ্গামারীতে চ্যাম্পিয়ন মা বাবাদের টেকসই উন্নয়ন  কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ‘অপারেশনস ফার্স্ট লাইট’ অভিযানে অস্ত্র, মাদক উদ্ধার গ্রেফতার ১৩ গোদাগাড়ী ভূমি অফিসে সেবার মানে আমূল পরিবর্তন, দালালমুক্ত, হয়রানিমুক্ত সেবা পাচ্ছে সাধারণ মানুষ তানোরে বিএনপির দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁতে নারিকেলের দাম বেশি হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয়

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে নওগাঁর আত্রাইয়ে দাম অনেক বেশি হলেও বেড়েছে নারিকেল বিক্রির ধুম। পূজা উৎসবে অতিথি আপ্যায়নের খাদ্য তালিকায় অন্যতম প্রধান মুখরোচক খাবার হচ্ছে নারিকেলের নাড়ু। এছাড়া নারিকেল দিয়ে পায়েশসহ তৈরী করা হয় নানা স্বাদের খাবার। কাজেই পূজা উৎসবে নারিকেলের জুড়ি নেই। তাই পূজার দিন যতই ঘনিয়ে আসছে ততই কদর বাড়ছে নারিকেলের। ক্রেতারা ছুটছেন দোকানে, দরদাম করে কিনছেন নারিকেল। নারিকেলের পাশাপাশি কেনা বেচায় কদর বেড়েছে তিল ও গুড়ের দোকানেও।

সরেজমিনে বান্দাইখাড়া বাজারে গিয়ে দেখা যায়,নানা সাইজের নারিকেলের পসরা সাজিয়ে বসেছেন,দোকানে সাধারণ ক্রেতাদের ভীড় বেশি। পুরুষ ক্রেতার পাশাপাশি আছেন নারী ক্রেতাও। এসব দোকানে ছোট আকারের নারিকেল প্রতি জোড়া ২০০ টাকা, মাঝারি সাইজের প্রতি জোড়া ২৫০ টাকা এবং বড় সাইজের নারিকেল প্রতি জোড়া ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রয় হচ্ছে।

উপজেলার কচুয়া গ্রামের দিলিপ কুমার জানান, নারিকেল ছাড়া পূজার কথা ভাবাই যায় না। চার জোড়া নারিকেল কিনলাম। গত বছরের চেয়ে এবছরে দাম অনেক বেশি হয়েছে। গত বছরে নারিকেল ১ জোড়ার দাম ছিল ১৭০ টাকা থেকে ১৮০ টাকা এ বছর সেই নারিকেলের দাম ২৭০ থেকে ২৯০ টাকা। বছরের ব্যবধানে প্রতি জোড়া নারিকেলের দাম বেড়েছে প্রতি জুরা বর সাইজের ৯০ থেকে ১১০ টাকা। নারিকেল ব্যবসায়ী মোঃ এলিন সরদার ও শ্রী সুব্রত সাহা জানান, সারা বছর কমবেশি বেচা কেনা হলেও পূজা উপলক্ষে বিক্রি হয় সবচেয়ে বেশি। আমরা আশা করছি আশানুরূপ বিক্রয় করতে পারবো।

তারা আরও জানান, ডাবের দাম বেড়ে যাওয়ায় মোকাম থেকে বাড়তি দামে নারিকেল কিনতে হয়েছে আমাদের। দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের চাহিদাও কিছুটা কমেছে। পূজা মৌসুমে যারা ১২ জোড়া নারিকেল কিনতো এখন তারা কিনছেন ৬ জোড়া।

উপজেলা পূজা এ বছর উপজেলার ৮টি ইউনিয়ন ৪৮ পূজামণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। সনাতন ধর্মালম্বীদের পূজা পার্বনে মিষ্টি ও মিষ্টান্ন খাবার বেশি তৈরি হয়। সে কারণে নারিকেল ও গুড় হচ্ছে পূজার অন্যতম উপকরণ। এছাড়া অতিথি অপ্যায়নেও নারিকেল ও তিলের তৈরি নাড়ুর কদর অনেক বেশি হয়ে থাকে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট