মোঃ রাসাদুদ জামান আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া সিদ্ধেশ্বরী মোড় থেকে পাহাড়পুর পর্যন্ত রাস্তার দীর্ঘদিনের দুরবস্থা নিয়ে স্থানীয়দের ক্ষোভ ছিল তীব্র। পাকা রাস্তার কাজ অতি ধীরগতিতে এগোচ্ছিল, যা প্রতিদিন হাজারো মানুষের চলাচলে ভোগান্তি বাড়িয়ে দিচ্ছিল। এই সড়কটি রাজশাহীর সাথে সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় এর গুরুত্ব অপরিসীম। আগে রাস্তাটি এতই সংকীর্ণ ছিল যে দুটি ভ্যান একসাথে চলাচল করতে পারত না। সামান্য বৃষ্টিতেই কাদায় পরিণত হয়ে যেত, ফলে রাস্তাটি প্রায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়ত। এখন কাজ দ্রুত এগিয়ে যাওয়ায় স্থানীয়রা স্বস্তি পাচ্ছেন।
এলাকার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ, বান্দাইখাড়া কারিগরি কলেজ, হাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটুরিয়া দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাকা রাস্তা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে দ্বীপচাঁদপুর রফাতুল্ল্যা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। আগে রাস্তার করুণ অবস্থার কারণে শিক্ষার্থীরা সময়মতো স্কুল-কলেজে যেতে পারত না, যা তাদের পড়ালেখার উপর নেতিবাচক প্রভাব ফেলত। এখন কাজের গতি বেড়েছে, ফলে সমস্যা কমবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটত। বান্দাইখাড়া, বরদাপাড়া, হাটুরিয়া, দ্বীপচাঁদপুর ও পাহাড়পুরের মানুষের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছিল। বান্দাইখাড়া বাজারের ঔষধ ব্যবসায়ী নিমাই চন্ড সরকার বলেন, আগে এই রাস্তার অবস্থা এতই খারাপ ছিল যে কোনো যানবাহন চলাচল করতে গেলে বিপদের সম্মুখীন হতে হত। এখন কাজ দ্রুত এগোচ্ছে, তাই আশা করা যায় সমস্যার সমাধান হবে।
বান্দাইখাড়া ডিগ্রি কলেজের প্রদর্শক মো. আনোয়ার হোসেন তরফদার বলেন, আগে এই সড়কের দুরবস্থার কারণে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক সমস্যা হত। বিশেষ করে বর্ষাকালে রাস্তাটি সম্পূর্ণ অচল হয়ে পড়ত, যা দৈনন্দিন জীবনকে ব্যাহত করত। এখন কাজের গতি বেড়েছে, তাই আশা করা যায় রাস্তা দ্রুত ব্যবহারযোগ্য হবে।
হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন জানান, রাস্তাটির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। যত দ্রুত সম্ভব কাজ শেষ করার জন্য চেষ্টা করা হচ্ছে।
উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার বলেন, আগে রাস্তার কাজ বিভিন্ন কারিগরি ও আর্থিক সীমাবদ্ধতার কারণে ধীরগতি হচ্ছিল, এখন কাজের গতি বাড়ানো হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান ‘দৈনিক সবুজনগর’ কে বলেন, স্থানীয়দের সমস্যা গুরুত্বের সাথে নিয়ে কাজ করা হচ্ছে। রাস্তাটির কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে বলা হয়েছে। আশা করা যায়, শিগগিরই এই রাস্তার কাজ সম্পন্ন হবে।#