# মশিউর রহমান মানিক, দূর্গাপুর, রাজশাহী : “অভায়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর দূর্গাপুর, রাজশাহী আয়োজন করেন। (সোমবার ১৮ আগষ্ঠ) বেলা সাড়ে ৩ টায় র্যালি শেষে এবং মাছের পোনা উপজেলা পুকুরে ছাড়ার পরে, উপজেলা পরিষদ হল রুমে জাতীয় মৎস্য সপ্তাহ এর শুভ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন সভাপতিত্ব করেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে করেন অনুষ্ঠান সূচনা হয় তেলাওয়াত করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মোঃ আলামিন, বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃতানজিমুল ইসলাম, মৎস্য চাষী প্রতিনিধি মোঃশমসের আলীবক্তব্য রাখেন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসবা অফিসার অ,ন,ম রাকিবুল ইউসুফ , উপজেলা সমবায় অফিসার আজগর আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরিদ হোসেন, উপজেলা প্রকৌশলী মাসুক ই মোহাম্মদ, সফল মৎস্য চাষী হিসেবে বক্তব্য রাখেন ৪ নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃগোলাম সাকলায়েন,সফল মৎস্য চাষী মোঃরবিউল ইসলাম,এবংমোঃনবীবর রহমান,এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সফল মৎস্য চাষী পানা নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার সফল মৎস্য চাষীদেরকে সনদ এবং ক্রেস্ট বিতরণ করেন।#