
মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বলেছেন, “দলের দুঃসময়ে পাশে থাকাই প্রকৃত নেতার পরিচয়। সুযোগসন্ধানীরা যতই চেষ্টা করুক, জনগণ তাদের চিনে ফেলেছে।” শনিবার (২৫ অক্টোবর) বিকেলে তানোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কুরবান আলী এবং সঞ্চালনা করেন পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আবু সাইদ বাবু।
সাবেক মেয়র মিজান বলেন, “সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। এখন অনেকেই বিএনপি হওয়ার চেষ্টা করছে— যারা আওয়ামী লীগের ছায়ায় থেকে গত ১৭ বছরে সুবিধা নিয়েছে, তারা আজ আবার ছবিতে ভেসে আসছে। কিন্তু জনগণ তাদের চিনে ফেলেছে।” ফ্যাসিস্ট সরকারের সময় একাধিকবার মিথ্যা মামলায় কারাভোগ করা এই বিএনপি নেতা আরও বলেন, “যত ষড়যন্ত্র বা চক্রান্তই হোক, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। মেজর জেনারেল (অব.) শরিক উদ্দিনের নেতৃত্বে এই আসনে বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।”
কর্মীসভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরঞ্জাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা ও ইয়াসিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জিন্নাহ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুর মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্থানীয় জনগণের অংশগ্রহণে কর্মীসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে বাদ মাগরিব চাঁন্দুড়িয়া ইউনিয়নের চাঁন্দুড়িয়া উপরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় “মুন স্টার ক্লাব” আয়োজিত দুই দিনব্যাপী নাইট পা-বার ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান।
এসময় উপস্থিত ছিলেন চাঁন্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, দলীয় নেতাকর্মী ও আয়োজক কমিটির সদস্যরা। এরপর রাত আটটায় উপজেলার কলমা ইউনিয়নের পৃথক এক উঠান বৈঠকে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজান। বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#