সোহানুল হক পারভেজ, তানোর, রাজশাহী………………………………………
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার তালান্দ ইউপির ৮,৯নং ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ডিসেম্বর বিকেল ৫টায় তালন্দ ইউপির মোহর উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতা কর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান এর সঞ্চলনায় ও তালন্দ ইউপি সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
এসময় আরও উপস্থিত ছিলেন,তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক জিল্লুর রহমান,উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান,আবু বাক্কার, তানোর উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদিকা সাগরিকা ভৌমিক, ২নং বাধাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদ চেয়ারম্যান, আতাউর রহমান, তালন্দ ইউপি পরিষদ চেয়ারম্যান, নাজিমুদ্দিন বাবু।
এ সময় বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।বিএনপি-জামায়াত জোটের ডাকে অবৈধ হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও নির্বাচন বানচাল চেষ্টার প্রতিবাদে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
উক্ত সভায় বক্তারা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত কে সঠিক বলে মনে করেন।তারা বলেন যোগ্য মাঝির হাতেই নৌকার বৈঠা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিপুল ভোটে নৌকার মাঝিকে নির্বাচিত করে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।এছাড়াও ইউপি ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#