মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে বিল কুমারী বিলে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়েছে। ২১ আগষ্ট বৃহস্পতিবার বিকালে তানোর একতা যুব সংঘের উদ্যোগে এ আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।
তানোর একতা যুব সংঘ এর সভাপতি আনোয়ার হোসেন রনি সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওয়াশিম মন্ডলের সঞ্চালনায় মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানোর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন। উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেন। উপজেলা(ইউ ডি এফ) কর্মকর্তা মফিজুল ইসলাম।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, একতা যুব সংঘ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সালাউদ্দিন মন্ডল। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শহিদুল ইসলাম (নান্টু)। তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু। দলিল লেখক মুন্জুর মন্ডল। একতা যুব সংঘ এর সিনিয়র সহ সভাপতি ও তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল। রাকিবুল ইসলাম, কোষাধক্ষ্য রাসেদুল ইসলাম সাগর, ইচাহাক, সাদ্দাম, সুজন, মাহাফুজ, রাইহান, সানোয়ার নয়ন,রুবেল,অজয়,মনোয়ারসহ একতা যুব সংঘ সকল সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।
তানোর বিলকুমারি বিলে একতা যুব সংঘ আয়োজনে বিভিন্ন প্রজাতির মোট ১ শো ১ কেজি পোনা মাছ অবমুক্ত করণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা একতা যুব সংঘ এর সাফল্য কামনা এবং পাশে থাকার আশ্বাস দেন।#