
মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস-চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৫তম ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু হচ্ছে আগামী ২৯ অক্টোবর বুধবার। তানোর উপজেলার আমশো, মথুরাপুর ও তাঁতিয়ারপাড়ার সমন্বয়ে গঠিত আমশো সোনালী সংঘের উদ্যোগে এবং স্থানীয় ক্রীড়ামোদীদের সার্বিক সহযোগিতায় উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এই ফুটবল আসরটি অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী আমটিয়ারা মাঠে।
টুর্নামেন্ট চলবে দুই দিনব্যাপী বুধবার ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ অক্টোবর)। উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মসলেম উদ্দিন মোল্লা। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. মিজানুর রহমান মিজান,তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর মোল্লা। পরদিন বৃহস্পতিবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।
প্রসঙ্গত, এ বছর টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে ৮টি ও সমাপনী দিনে বাকি ৮টি দলের খেলা অনুষ্ঠিত হবে। পুরো আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছেন মাজহারুল ইসলাম রনি ও আশরাফুল ইসলাম। আয়োজক সূত্রে জানা গেছে, তানোরের ক্রীড়াঙ্গনে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি টুর্নামেন্ট শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং তরুণ প্রজন্মের খেলাধুলার প্রতি অনুপ্রেরণার প্রতীক হিসেবে এ আয়োজন প্রতি বছরই স্থানীয় জনগণের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।#