মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : সারা দেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলায়ও শুরু হয়েছে বিনামূল্যে টাইফয়েড (টিসিভি) টিকাদান কর্মসূচি। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় তানোর উপজেলার চাপড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন, যিনি তানোর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী দিনে স্বাস্থ্য সহকারী সেতাউর রহমান উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে চারজনকে টিসিভি টিকা প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাইফয়েড প্রতিরোধে সারাদেশব্যাপী এই টিকাদান কর্মসূচির আওতায় তানোর উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে টিসিভি টিকা প্রদান করা হচ্ছে। পরবর্তী ধাপে কমিউনিটি পর্যায়েও ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, স্কুল পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত, আর কমিউনিটি পর্যায়ে টিকাদান চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক বলেন, “টাইফয়েড একটি মারাত্মক সংক্রমণজনিত রোগ, যা অনেক সময় জীবনহানির কারণ হয়। তাই অভিভাবকদের উচিত তাদের সন্তানদের নির্ধারিত সময়ে এই টিকা গ্রহণ নিশ্চিত করা।”
তিনি আরও জানান, উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক এবং আউটরিচ টিকাদান কেন্দ্রে পর্যায়ক্রমে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। দেশব্যাপী প্রায় ৫ কোটি শিশুকে একটি ডোজ টিসিভি টিকা দেওয়া হবে বলে জানা গেছে। এর মাধ্যমে শিশুদের টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যাবে।#