মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই স্লোগানে রোববার (২৫ মে) সকাল ১০টায় তানোর উপজেলা ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় পরিণত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খানসহ স্থানীয় সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা।
সভায় জানানো হয়, মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থাপিত ৫টি ভূমি সেবা স্টলের মাধ্যমে সাধারণ মানুষকে ই-নামজারি, খতিয়ান ও ডিসিআর প্রদান, এলএ কেসের চেক বিতরণসহ বিভিন্ন ভূমি সেবা সরাসরি প্রদান করা হবে। ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে।#