1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর মনোহরদী চরমান্দালীয়ায় ধর্ষণ মামলাকে ঘিরে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন , দারোগার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ বাঘায় নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাক ‘শিখা প্রকল্পের ’অবহিতকরণ সভা  বাঘায় তথ্য অফিস কর্তৃক ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পার হলেও এখনো মিলেনি রুবেল’র কোন খোঁজ  কুষ্টিয়ায় দুই নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক বাগমারায় সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত-২ অনিয়মঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাকা সড়ক নির্মাণের ১৫ দিনের মাথায় সড়কের ফাটল, ব্যাপক অনিয়ম বাগমারায় ধর্ষণচেষ্টার সময় চাচাতো ভাইয়ের পুরুষাঙ্গ কর্তন ধোবাউড়ায় ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তানোরে কৃষি জমি নষ্ট করে অবৈধ পুকুর খনন উত্তজনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তনোরে গ্রামবাসীর বাধা উপেক্ষা ও কৃষি জমি নষ্ট করে অবৈধ পুকুর খননের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) পরানপুর গ্রামের  মৃত রেজাউল ইসলামের পুত্র জামায়াত মতাদর্শী শাফিউল ইসলাম। তিনি সরকারি মাঠের প্রায় এক বিঘা খাস জমি জবরদখল করে বাড়ি নির্মাণ করেছেন। এখন গ্রামবাসির বাধা উপেক্ষা করে পরানপুর মাঠে ফসলী জমি নষ্ট করে অবৈধ পুকুর খনন করা হচ্ছে।অবৈধ এই পুকুরের কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চারপাশের বিপুল পরিমাণ জমির ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকেরা অবৈধ পুকুর ভরাট করে কৃষি জমি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, প্রশাসন যদি এই অবৈধ পুকুর ভরাট ও খাস জমি উদ্ধার করেন, তবেই তাদের কাছে মনে হবে এই অবৈধ কর্মকান্ডে  প্রশাসনের কারো কোনো সহযোগীতা নেই। এদিকে অসমর্থিত একটি সুত্র জানায়, গত ১২ জুন বুধবার দুপুরে পুকুর খননের সময় মুর্তি সাদৃশ্য বস্তু উঠে আসে। কিন্ত্ত শাফিউল সেটা কাউকে দেখতে না দিয়ে তড়িঘড়ি সেটা সরিয়ে নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,এদিন খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা পুকুর পাড়ে যাবার আগেই সবাই ট্রাক্টর নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা বলেন, গ্রামের মানুষের মধ্যে গুপ্তধন পাওয়া-না পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে, তবে তারা কেউ সুনিদ্রিস্ট তথ্য দিতে পারছে না।

এবিষয়ে জানতে চাইলে শাফিউল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন,গ্রামের কিছু বাটপার মানুষ এসব মিথ্যাচার করছে। তিনি বলেন, ইউএনও অফিস ও থানা থেকে  অনুমতি নিয়ে তিনি পুকুর খনন করছেন। এবিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান  বলেন, কৃষি জমিতে পুকুর খননের কোনো সুযোগ নেই, আর অনুমতি দেবার প্রশ্নই আসে না।

তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট  ইউনিয়ন  (ইউপি) ভুমি কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট