মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় চলমান আষাঢ়-শ্রাবণের প্রবল বর্ষণে সৃষ্টি হয়েছে নজিরবিহীন জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের ব্যবস্থা ভেঙে পড়ায় উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লা এবং বিস্তীর্ণ আমন ধানের ফসলি মাঠ পানিতে তলিয়ে গেছে। ফলে ঘরবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ, কৃষকরা পড়েছেন চরম বিপাকে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, তানোর উপজেলার প্রধান প্রধান সড়ক, শাখা সড়ক ও গ্রামীণ জনপদে এলজিইডি এবং পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নির্মিত ব্রিজ, কালভার্ট ও খালের আশপাশে ইমারত, মার্কেট, বাণিজ্যিক স্থাপনা নির্মাণের সময় নিয়মবহির্ভূতভাবে ড্রেন ও খাল দখল করে নেওয়া হয়েছে। এর ফলে অতিবৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত না হয়ে রাস্তাঘাট, বসতভিটা ও কৃষিজমিতে জমে যাচ্ছে।
পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের অভিযোগ: তানোর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর হাবিব সরকার বলেন, “বর্ষা মৌসুমে অতিবৃষ্টির পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় আমাদের ওয়ার্ডসহ আশপাশের পাড়া-মহল্লা ও ফসলি জমি প্লাবিত হচ্ছে। এই সমস্যা সমাধানে এলজিইডি ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় কৃষি ও মানুষের জীবন-জীবিকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।”
স্থানীয়দের দাবি: স্থানীয় বাসিন্দারা জানান, পানি যাওয়ার প্রাকৃতিক পথগুলো দখল হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত খাল ও ড্রেন উদ্ধার এবং ব্রিজ-কালভার্ট সম্প্রসারণের দাবি জানিয়েছেন।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ: সংশ্লিষ্টরা মনে করছেন, দখলমুক্ত ও সুষ্ঠু পরিকল্পনায় পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কার না করলে আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। দ্রুত উদ্যোগ না নিলে কৃষকরা তাদের আমন ধানের মৌসুমেই বড় ক্ষতির মুখে পড়বেন।#