আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি: শাহানশাহে তরিকত বিশ্বওলী হযরত মাওলানা শাহ সূফী খাঁজা বাবা ফরিদপুরী নকশো বন্ধী মুজাদ্দেদী ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরীফ এর উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও জেলা মিশন ও আলোচনা সভায় অনুষ্ঠিত।ফরিদপুর আটরশি, বিশ্ব জাকের মঞ্জিল মহা পবিত্র বিশ্ব উরস শরীফ-২০২৫ এর ঠাকুরগাঁ জেলা কর্মী গ্রুপ আয়োজনে কেন্দ্রীয় মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মিশন কর্মী প্রধান ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, সদস্য-কেন্দ্রীয় সমন্বয় পরিষদ,শাহ আলম শেখ, কর্মী প্রধান, রংপুর বিভাগ পশ্চিম,তোফাজ্জল হোসেন, সিঃ সহঃ কর্মী প্রধান, রংপুর বিভাগ পশ্চিম।
এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন মিশন সদস্য, অধ্যাপক আলহাজ্ব আজিজুর রহমান সালামী, কর্মী প্রধান, দিনাজপুর জেলা ,এনামুল হক (বুলু মাস্টার), কর্মী প্রধান দিনাজপুর জেলা পশ্চিম,আব্দুল হাই (বাবু), কর্মী প্রধান ঠাকুরগাঁও জেলা,আবু সাঈদ নুরুল চপল, কর্মী প্রধান নীলফামারী জেলা আলতাফ হোসেন, কমিউনিকেটর, রংপুর বিভাগ পশ্চিম,আবুল বাশার (রুবেল), যুব কর্মী গ্রুপ, রংপুর বিভাগ পশ্চিম, শামীম ইসলাম, ছাত্র কর্মী গ্রুপ, রংপুর বিভাগ পশ্চিম।
মিশন সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কর্মী গ্রুপ সকল উপজেলা ও ইউনিয়ন এর নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের মধ্যে তবারক বিতরনের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।#