আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নে কৃষকদের নিয়ে বায়োলিডের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল দশটায় ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিমিটেড (পি আই এল) এর আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক কে এম মনোয়ার হোসেন হিমেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রিজুনাল সেলর্শ মেনেজার, শাহিন আক্তার, বিডিও ফেরদৌস ইসলাম।
বায়োলিড ট্রাইকোজামা ব্যবহারকারী কৃষক শাহেরুল ইসলাম সভাপতিত্বে এ উপস্থিত ছিলেন। আরোও উপস্থিত ছিলেন বায়োলিডের ডিরার মোঃ ফারুক,এবং ইউনিয়ন এর সচিপ সুজন তিগ্যা,বায়োলিডের সেসল মার্কেটিং অফিসার মোঃ লাবু ইসলাম সহ প্রমুখ।
মাঠ দিবসে অনুষ্ঠানে প্রধান অতিথি মনোয়ার হোসেন হিমেল উপস্থিত কৃষকদের বলেন, বায়োডিল ব্যবহারে উপকারিতা ও মাঠ পরিদর্শনে অংশ নেয়। বায়োলিডে ব্যবহার করলে মাটি শোধন করে, ফলন বৃদ্ধির সেরা সমাধান করে। যার ফলে ধান ও বিভিন্ন ফসল বৃদ্ধি, মাটির উর্বতা উন্নয়ন ও রোগ প্রতিরোধের কার্যকারিতা উপর আলোচনা করেন।#