# শাওন আমিন, ঠাকুরগাঁও প্রতিনিধি …………………………………………..
ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে তিন দিনব্যাপী আনন্দমেলার সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে ইউ এন ডিপির আয়োজনে উদ্যোক্তাদের নিয়ে এই আনন্দমেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
এ সময়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আনন্দ মেলার আহ্বায়ক ও কারুপণ্য উন্নয়ন সংস্থার পরিচালক চন্দনা ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, আনন্দমেলার পরিচালক মাহমুদুল আলম, মুর্শিদা নুপুর, ইউ এন ডিপির প্রতিনিধি সহ অন্যান্যরা।
অতিথিরা বলেন, নারীরা আজ সব জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে উদ্যোক্তারা ঘরে বসে তাদের বিভিন্ন পণ্য তৈরি করছে। সেই পণ্য বাজারজাত করা হচ্ছে। ঠাকুরগাঁও জেলায় প্রত্যেকটি উদ্যোক্তা ভালো কাজ করে আরও সামনের দিকে এগিয়ে যাও সেই কামনা করেন আমন্ত্রিত অতিথিরা। প্রতিটি স্টলে উদ্যোক্তারা তাদের নিজ হাতে তৈরি পুতুল, নারীদের শাড়ি থ্রি পিস, কাপড়ের ব্যাক, ফুল, বাঁশের তৈরি বিভিন্ন শিশুদের খেলনা, খাদ্য সামগ্রী সহ অসংখ্য পণ্যগুলো প্রদর্শন করেন।
এই মেলা গেল বৃহস্পতিবার শুরু হয় নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার রাতে শেষ হয়। আলোচনা সভা শেষে ৩৩ জন উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর সেখানেই শিশুদের নিয়ে এক জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#