বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ‘জুলাই শহিদ দিবস’২৫ উপলক্ষে বিনম্র শ্রদ্ধায় জুলাই গণঅভ্যুথানে আহত ও শহিদ স্বরণে’ স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়তে জুলাই আন্দোলনের চেতনা ও উদ্দেশ্য ধারণের আহ্বান জানিয়ে বক্তব্য দেন বিএনপি,জামায়াত ও এনসিপিসহ অন্যান্য বক্তারা ।
তারা বলেন “আন্দোলন করলেই বিজয় আসে না। নেতৃত্ব ও সংগঠনের ঘাটতি থাকলে আন্দোলনের ক্ষোভ কাজে লাগানো যায় না। ছাত্র-জনতার বীরত্ব ও নেতৃত্বের মধ্য দিয়েই বিজয় অর্জন সম্ভব হয়েছে।
বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত স্বরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। জুলাই আন্দোলনের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, জুলাই-আগষ্ট দেখেছি-কিভাবে একটা গনঅভ্যুথান সফলকাম হতে হয়। প্রথমে ছাত্র আন্দোলন হলেও পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলনে রুপ নেয়। আমরা জানি, আবু সাঈদকে যখন গুলি করা হয় তখন কেউ আর চুপ থাকতে পারেনি। আবু সাঈদের পরিবারসহ আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ইউএনও।
অন্যান্যর মধ্যে বক্তব্য দেন,সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি,বিএনপি নেতা সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, তফিকুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন নুহু, এনসিপি প্রতিনিধি মনোয়ারুল ইসরাম মুন্না, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা। এছাড়াও আন্দোলনে যোগ দিয়ে অভিজ্ঞতা বর্ননা করে বক্তব্য দেন, আব্দুল মালেক,বাদশা আলী প্রমুখ।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলায়াত করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান। আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ আবুল কালাম। উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আছাদুজ্জামান,কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, মৎস্য অফিসার তহুরা খাতুন, প্রকল্প অফিসার মাহমুদুল হক, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মনিরুল ইসলামসহ উপজেলার দপ্তর প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মী। #