1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
ছোট প্লাটফর্মে চরম দুর্ভোগ, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঝুঁকি নিয়ে ওঠা-নামা যাত্রীদের ​রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র রওজা মোবারক থেকে দেহ চুরির ষড়যন্ত্র: একটি ঐতিহাসিক পর্যালোচনা আসন্ন জাতীয় ও গণভোটে সাংবাদিকতায় প্রশিক্ষণ শেষে সনদ পেলেন সাংবাদিক জিয়াউল কবীর দৌলতপুর আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত রূপসায় র‍্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার সাপাহারে দল কারায় মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ বাগমারায় ভ্রাম্যামান আদালতের অভিযানে ১জনের কারাদণ্ড ও ৪ভেকু মেশিন অকেজো আসন্ন  সংসদ নির্বাচনে শিবগঞ্জ আসনে বি এনপি ও জামায়াত ইসলামীর মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি রাজশাহী – ৬ আসনে এক মঞ্চে সব প্রার্থী, নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি পালনের ঘোষণা শিবগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জমকালো আয়োজনে “জেলা রিপোর্টার্স ক্লাব, নাটোর”এর পরিচিতি সভা 

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন ঃ জমকালো আয়োজনে নাটোর শহরের প্রাণ কেন্দ্র খানাইখালিতে জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর নামের সংগঠনটির কার্যনির্বাহী কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৩ ডিসেম্বর-২৫)সকাল ১১ টায় জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর সভাপতি ও দৈনিক বারবেলা পত্রিকার প্রকাশক-সম্পাদক সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ এর সভাপতিত্বে এবং উক্ত সংগঠনটির সাধারন সম্পাদক দৈনিক অপরাধ জগত পত্রিকার সাংবাদিক সুজন মাহমুদ এর সঞ্চালনায় জেলা রিপোর্টার্স ক্লাব নাটোর এর নিজস্ব কার্যালয় কানাইখালিতে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় দৈনিক প্রাপ্তি-প্রসঙ্গের ব্যাবস্হাপনা সম্পাদক আলাউদ্দিন জালাল সিনিয়র সহ সভাপতি (লালপুর), দৈনিক ভোরের চেতনা পত্রিকার শামসুল ইসলাম সহ-সভাপতি, (লালপুর), দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার তাওহিদা ইসলাম তন্নী সহ-সভাপতি,(গুরুদাসপুর),দৈনিক বারবেলা পত্রিকার সহকারী সম্পাদক মেহেরুল ইসলাম মোহন যুগ্ম সাধারণ সম্পাদক(লালপুর), দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার আবু বাসার যুগ্ম সাধারণ সম্পাদক (বাগাতিপাড়া), দৈনিক স্বাধীন ভোর পত্রিকার সাদ্দাম হোসেন কোষাধ্যক্ষ(বাগাতিপাড়া), দৈনিক বারবেলা পত্রিকার মাহাবুর রনি সহকারী কোষাধ্যক্ষ(সিংড়া)দৈনিক আজকের বসুন্ধরার প্রসেঞ্জিত কুমার দপ্তর সম্পাদক (নাটোর সদর), সি পি ফরহাদ আপ্যায়ন সম্পাদক,কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম আলী (সিংড়া),আব্দুল আলিম(গুরুদাসপুর), শ্যামল কুমার(লালপুর), আমিনুল ইসলাম (সিংড়া),আশরাফুল ইসলাম হীমেল (বড়াইগ্রাম), আজিজুল হাকিম (সিংড়া),শরিফুল ইসলাম শরিফ (সিংড়া),এ্যাড. আনোয়ার হোসেন (বড়াইগ্রাম),কাবিল উদ্দিন কাফি (সিংড়া), আরিফুল ইসলাম (নলডাঙ্গা), শাহিন আলম (সিংড়া), সজিব তুষার (নাটোর সদর),আব্দুর রহমান (নাটোর সদর) সহ বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত,গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের পর সকলের পরিচয় পর্ব শুরু হয়।এ সময় কে কোন পত্রিকায়,কোন উপজেলায় কর্মরত আছেন ইত্যাদি বিষয়ে নিজ নিজ পরিচয় প্রদান করেন সবাই।পরিচয় শেষে দুপুরে আক্রর্ষনীয় খাবার পরিবেশন করা হয় এবং একে অপরকে ফুলের মালা দিয়ে বরণ উৎসবের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। নির্বাচিত নতুন নেতৃত্বরা জানান,এই সংগঠনে কোন চিটার, বাটপার, চাঁদাবাজ সাংবাদিকের ঠাই হবে না।সেই সাথে সমগ্র নাটোর জেলার যেখানেই ঘুষ, দুর্নীতি,অনিয়ম, চাঁদাবাজি চলবে সেখানেই ঝাঁপিয়ে পড়ে সবাই মিলে সঠিক তথ্য অনুসন্ধান করে গণমাধ্যমে প্রকাশের অঙ্গীকার করেন সবাই।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট