বিশেষ প্রতিনিধি: ‘খেলবো,পড়বো,গড়বো,মাদককে রুখবো’-এমন শ্লোগান নিয়ে খেলার মাঠে হাজির হয়ে ফুটবল উপহার দিলেন বাঘা উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। আজ শুক্রবার(২মে’২৫)বিকেলে বাঘা উপজেলার বিভিন্ন খেলার মাঠে গিয়ে শিক্ষার্থী ও স্থানীয় খেলোয়াড়দের ফুটবল উপহার দেন ইউএনও ।
ইউ্এনও জানান,মাদককে রুখে,স্কুল-কলেজ পড়ুয়া ছেলেরা লেখা পড়ার পাশাপশি যাতে খেলাধূলায় বেশি আগ্রহী হয় এজন্য তিনি গিয়েছিলেন খেলার মাঠে।
উপজেলার খানপুর জেপি উচ্চ বিদ্যালয়,তেথুলিয়া উচ্চ বিদ্যালয়,দাদপুর-গড়গড়ি উচ্চ বিদ্যাল ও বারখাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠসহ ৯টি মাঠে গিয়ে ফুটবল উহার দিয়েছেন বলে জানান।#